Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির আশঙ্কা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০১৯, ১২:৫৫ PM আপডেট: ০৯ মে ২০১৯, ১২:৫৫ PM

bdmorning Image Preview


ডাবলিনের ম্যালাহাইডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ নিজেদের ২য় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে বাগড়া দিতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যালাহাইডে সকাল ১০টার দিকে আকাশ কিছুটা মেঘাছন্ন থাকলেও ১১ টার দিকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে মেঘ কেটে গেলেও ১টা এবং ২টার দিকে টানা বর্ষণ হতে পারে। 

সেক্ষেত্রে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে ম্যাচের পরিধি নির্ধারণ করবেন আম্পায়াররা। বৃষ্টি বেশি হলে ম্যাচের ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারেন তাঁরা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে দুপুর গড়িয়ে বিকাল হওয়ার পর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে ম্যালাহাইডের আকাশ। 

বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনাও তেমন থাকছে না। যদিও সন্ধ্যা ৭টার দিকে আবারো ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এর আগে সফরকারী উইন্ডিজদের বিপক্ষে ১৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ শুরু করেছিল আইরিশরা। অপরদিকে বাংলাদেশ সর্বশেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়েছিল ৮ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। সুতরাং আজকের ম্যাচে আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকছে টাইগাররাই!

Bootstrap Image Preview