Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২ ম্যাচ কম খেলেও সর্বোচ্চ রান শিকারী ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৩:৪৭ PM আপডেট: ০৬ মে ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


রবিবার আইপিএল দ্বাদশ আসের কলকাতা ও মুম্বাই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বে প্রথম চারটি দল হিসেবে জায়গা করে নিয়েছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

গ্রুপ পর্বে আট দলের লড়াইয়ে হয়েছে একাধিক রেকর্ড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে ২০১৯ আসরে গ্রুপ পর্বে ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ডের পরিসংখ্যান।

কমলা টুপি: আইপিএলের প্রথম আসর থেকেই সর্বোচ্চ রাগ সংগ্রহকারী ক্রিকেটারকে দেওয়া হয় কমলা টুপি। সেই ধারাবাহিকতায় এবারও দেওয়ার হয়েছে কমলা টুপি। চলতি আইপিএল আসরে কমলা টুপিটি দখলে রেখেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার। লিগের খেলা শেষ হওয়ার আগেই দেশে ফিরলেও এখনও পর্যন্ত চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দখল রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার৷ ১২ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৬৯২ রান৷

এরপর পাঞ্জাবের লোকেশ রাহুল (৫৯৩) ও কলকাতার আন্দ্রে রাসেল (৫১০) রয়েছেন দুই ও তিন নম্বরে৷ তবে দুটি দলই প্লে-অফে জায়গা করতে না পারায় তাদের পক্ষে ওয়ার্নারকে ধরা সম্ভব নয়৷ এই অবস্থায় ডেভিডের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মুম্বইয়ের কুইন্টন ডি’কক (৪৯২) ও দিল্লির শিখর ধাওয়ান (৪৮৬)৷ তবে তাদের পক্ষে শেষ কয়েকটা ম্যাচে ওয়ার্নারকে টপকে যাওয়া কঠিন৷

Bootstrap Image Preview