Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বাদশ আইপিএলে যত পরিসংখ্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০১:০৮ PM আপডেট: ০৬ মে ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


রবিবার আইপিএল দ্বাদশ আসের কলকাতা ও মুম্বাই ম্যাচ দিয়ে শেষ হয়েছে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ পর্বে প্রথম চারটি দল হিসেবে জায়গা করে নিয়েছে যথাক্রমে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।

গ্রুপ পর্বে আট দলের লড়াইয়ে হয়েছে একাধিক রেকর্ড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলে ২০১৯ আসরে গ্রুপ পর্বে ক্রিকেটারদের ব্যক্তিগত রেকর্ডের পরিসংখ্যান।

কমলা টুপি: লিগের খেলা শেষ হওয়ার আগেই দেশে ফিরলেও এখনও পর্যন্ত চলতি আইপিএলে সব থেকে বেশি রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপের দখল রেখেছেন সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার৷১২ ম্যাচে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৬৯২ রান৷ পাঞ্জাবের লোকেশ রাহুল (৫৯৩) ও কলকাতার আন্দ্রে রাসেল (৫১০) রয়েছেন দুই ও তিন নম্বরে৷ তবে দুটি দলই প্লে-অফে জায়গা করতে না পারায় তাদের পক্ষে ওয়ার্নারকে ধরা সম্ভব নয়৷ এই অবস্থায় ডেভিডের নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মুম্বইয়ের কুইন্টন ডি’কক (৪৯২) ও দিল্লির শিখর ধাওয়ান (৪৮৬)৷ তবে তাদের পক্ষে শেষ কয়েকটা ম্যাচে ওয়ার্নারকে টপকে যাওয়া কঠিন৷

বেগুনি টুপি: ১২ ম্যাচে ২৫টি উইকেট নিয়ে চলতি আইপিএলের বেগুনি টুপি আপাতত নিজের সংগ্রহে রেখেছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা৷ ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ায় নতুন করে উইকেট সংখ্যা বাড়ানো সম্ভব নয় তাঁর পক্ষে৷ ইমরান তাহির ১৪ ম্যাচে ২১টি উইকেট নিয়ে রাবাদাকে তাড়া করছেন চেন্নাইয়ের ইমরান তাহির৷ যাণরা প্লে-অফের লড়াইয়ে রয়েছেন, তাঁদের মধ্যে রাবাদাকে ছুঁতে পারেন মুম্বইয়ের জসপ্রীত বুমরাহ (১৭) ও হায়দরাবাদের খলিল আহমেদ (১৭)৷

এছাড়া চলতি আইপিএলে সব থেকে বেশি ৫২টি ছক্কা মেরেছেন আন্দ্রে রাসেল৷ ক্রিস গেইল ৩৪টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে রয়েছেন৷ এপর্যন্ত টুর্নামেন্টের ছ’টি শতরানের মধ্যে সব থেকে বড় ১১৪ রানের ইনিংস খেলেছেন হায়দরাবাদের জনি বেয়ারস্টো৷ সব থেকে বেশি ৮টি হাফসেঞ্চুরি করেছেন ওয়ার্নার৷ সব থেকে বেশি ৫৮টি চার মেরেছেন শিখর ধাওয়ান৷ এক ইনিংসে সব থেকে বেশি ১০টি ছক্কা মেরেছেন মুম্বইয়ের কায়রন পোলার্ড৷ এক ইনিংসে সব থেকে বেশি ১২টি চার মেরেছেন জনি বেয়ারস্টো ও পৃথ্বী শ৷

দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন হার্দিক পান্ডিয়া (১৭ বলে)৷ দ্রুততম সেঞ্চুরি করেছেন বেয়ারস্টো (৫২ বলে)৷ সব থেকে বড় ১১১ মিটারের ছক্কা মেরেছেন মহেন্দ্র সিং ধোনি৷ স্ট্রাইক রেট সব থেকে ভালো আন্দ্রে রাসেলের (২০৪.৮১৷

বোলিংয়ে সব থেকে বেশি ২টি মেডেন ওভার নিয়েছেন রাজস্থানের জোফ্রা আর্চার৷ সব থেকে বেসি ১৫৬টি ডট বল করেছেন ভুবনেশ্বর কুমার৷ এক ইনিংসে সব থেক বেশি ২০টি ডট বল করেছেন চেন্নাইয়ের দীপক চাহার৷ দশটির বেশি ম্যাচ খেলা বোলারদের তরফে সব থেকে কৃপণ বোলা রবীন্দ্র জাদেজা৷ তিনি ওভার প্রতি ৬.৪৪ রান খচর করেছেন৷

সেরা বোলিং গড় আলজারি জোসেফের৷ তিনি ১২ রানে ৬টি উইকেট নিয়েছেন৷ ৪ ওভারে সব থেকে বেশি ৬৬ রান খরচ করেছেন মুজির উর রহমান৷ সব থেকে জোরে ১৫৪.২৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছেন রাবাদা৷ হ্যাটট্রিক করেছেন শ্রেয়স গোপাল ও স্যাম কারান৷

আইপিএলের পয়েন্ট টেবিল…

মুম্বই ইন্ডিয়ান্স: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট (নেট রানরেট: ০.৪২১)
চেন্নাই সুপার কিংস: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট (নেট রানরেট: ০.১৩১)
দিল্লি ক্যাপিটালস: ১২ ম্যাচে ১৮ পয়েন্ট (নেট রানরেট: ০.০৪৪)
সানরাইজার্স হায়দরাবাদ: ১২ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রানরেট: ০.৫৭৭)
কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রানরেট: ০.০২৮)
কিংস ইলেভেন পঞ্জাব: ১২ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রানরেট:-০.২৫১)
রাজস্থান রয়্যালস: ১২ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রানরেট:-০.৪৪৯)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১২ ম্যাচে ১১ পয়েন্ট (নেট রানরেট:-০.৬০৭)

প্লে-অফের সূচি…
(প্রথম কোয়ালিফায়ার)
৭ মে: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (চেন্নাই, সন্ধ্যা ৭টা ৩০)
(এলিমিনেটর)
৮ মে: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (বিশাখাপত্তনম, সন্ধ্যা ৭টা ৩০)
(দ্বিতীয় কোয়ালিফায়ার)
১০ মে: ১ম কোয়ালিফায়ারের পরাজিত বনাম এলিমিনেটরের জয়ী (বিশাখাপত্তনম, সন্ধ্যা ৭টা ৩০)
(ফাইনাল)
১২ মে: ১ম কোয়ালিফায়ারের জয়ী বনাম ২য় কোয়ালিফায়ারের জয়ী (হায়দরাবাদ, সন্ধ্যা ৭টা ৩০)

Bootstrap Image Preview