Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিলামে সর্বোচ্চ দাম পেলেন শচীনপুত্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ০৯:২৮ AM আপডেট: ০৬ মে ২০১৯, ০৯:২৮ AM

bdmorning Image Preview


১৪ মে থেকে শুরু ভারতের মুম্বাইয়ের ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়ন্টি লিগ শুরু হতে যাচ্ছে। শনিবার এই টুর্নামেন্টের নিলাম প্রকিয়া অনুষ্ঠিত হয়েছে। যেখানে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন শচীন টেন্ডুলকার পুত্র অর্জুন৷

দ্বিতীয় মৌসুমের জন্য ১৯ বছর বয়সী বাঁহাতি পেস অলরাউন্ডারকে বেস প্রাইস, এক লক্ষ টাকার ৫ গুন দামে দলে ভিড়িয়েছে আকাশ টাইগার্স মুম্বাই। আট দলের এই ফ্রাঞ্চাইজি লিগ ১৪ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে৷

নিলামে অলরাউন্ডারদের তালিকায় ছিলেন অর্জুন৷ আইপিএল নিলামের মতো প্রথমে সচিন পুত্রের জন্য তিন ফ্র্যাঞ্চাইজি নিলামের লড়াইয়ে ছিল এরপর আকাশ টাইগার্স মুম্বই ওয়েস্টার্ন সাবার্স ও ঈগল ঠান স্ট্রাইকার্স দুই দলই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত দর কষলে অপরটুনিটি টু ম্যাচ ব্যবহারের বিকল্প দেওয়া হয়৷ এই পদ্ধতিতে সর্বোচ্চ দর হাঁকানো দুই ফ্র্যাঞ্চাইজির নামের কার্ড একটি ব্যাগে রেখে নিলামের আয়োজকরা লটারির মাধ্যমে কোনও একটি ফ্রাঞ্চাইজির নাম বেছে নেন

Bootstrap Image Preview