Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেকর্ড রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরাট জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০১৯, ১২:০৪ AM আপডেট: ০৬ মে ২০১৯, ১২:০৪ AM

bdmorning Image Preview


জন ক্যাম্পবেল ও শাই হোপের জোড়া সেঞ্চুরিতে ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে যাত্রা শুরু করলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। 

ত্রিদেশীয় সিরিজের  প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বড় ব্যবধানে হারায় ক্যারিবীয়রা। ক্যাম্পবেলের ১৭৯ ও হোপের ১৭০ রানের কল্যাণে ৫০ ওভারে ৩ উইকেটে ৩৮১ রানের বিশাল সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।

ডাবলিনের মালাহিডে অনুষ্ঠিত ম্যাচে টসের বিপরীতে আগে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমেই দুই ওপেনার ক্যাম্পবেল ও হোপ আয়ারল্যান্ড বোলারদের ওপড় চড়াও হন। ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড ৩৬৫ রান তুলে আউট হন ক্যাম্পবেল। ফলে ভেঙ্গে যায় পাকিস্তানের ইমাম উল হক ও ফখর জামানের রেকর্ডটি।

২০১৮ সালে বুলাওয়েতে প্রথম উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৪ রান করেছিলেন ইমাম ও ফখর। তবে যেকোন উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি দখলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে ক্যানবেরাতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৭২ রান করেছিলেন ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস।

Bootstrap Image Preview