Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লে অফ লড়াইতে একটি স্থানের লড়াইয়ে তিনটি ফ্রাঞ্চাইজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০১৯, ০৩:৫৪ PM আপডেট: ০৫ মে ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


চলতি আইপিএল আসরে গ্রুপ পর্বের লড়াই জমে উঠেছে। এর মধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে তিনটি দল। দল তিনটি হচ্ছে চেন্নাই, দিল্লি ও মুম্বাই। তবে টেবিলে চতুর্থ স্থানটির জন্য লড়াইয়ে আছে এখনো তিনটি দল। তারা হলো হায়দ্রবাদ, কলকাতা ও কিংস ইলেভেন পাঞ্জাব। 

চলুন জেনে নেওয়া যাক প্লে অফের উঠার লড়াইয়ে থাকা তিনটি দলের পরিসংখ্যান:

অঙ্ক ১– শনিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে সানরাইজার্সের হারের পর অঙ্ক পরিষ্কার৷ মুম্বাইয়ে রোহিতের দল মুম্বাইয়ে ইন্ডিয়ান্সকে হারাতে পারলেই ঝুলিতে আরও ২ পয়েন্ট পুরে নিয়ে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স৷ সেখানেই ১৪ ম্যাচ শেষে প্লে-অফ নাইটদের প্রধান প্রতিদ্বন্দ্বী সানরাইজার্স পরে থাকবে ১২ পয়েন্টে৷ কমলা ব্রিগেডকে পিছনে ফেলে তখন গ্রুপের চতুর্থ দল হিসেবে প্লে-অফে এন্ট্রি পাবে দীনেশ অ্যান্ড কোম্পানি৷

অঙ্ক-২ মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারলেও নাইটদের সামনে সুযোগ থাকছে প্লে-অফ নিশ্চিত করার৷ ম্যাচ হারলে ১৪ ম্যাচ শেষে কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ১২৷ ১৪ ম্যাচ শেষে সানরাইজার্সের পয়েন্টও ১২৷ সেক্ষেত্রে দুই দলের রান রেট বিচার করা হবে৷ বর্তমানে নিট রান রেটে .৪০৪ এগিয়ে আছে হায়দ্রবাদ। তাই শেষ ম্যাচ মুম্বাইয়ের কাছে হতশ্রী হার না হলে সেক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়েও সানরাইজার্সকে টপকে প্লে-অফ খেলতে পারে কেকেআর৷ 

অঙ্ক ৩– নাইটরা মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ হারলে লড়াই শুধু সানরাইজার্সের বিরুদ্ধেই নয়৷ তখন লড়াই হবে পাঞ্জাবের বিরুদ্ধেও৷ রবিরার চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলবে পাঞ্জাব৷ অশ্বিনরা ধোনিদের বড় ব্যাবধানে হারাতে পারলে সেক্ষেত্রে ১৪ ম্যাচ শেষে ১২ পয়েন্টে পৌঁছবে৷ বড় ব্যবধানে হারালে তখনই একমাত্র রান রেটের লড়াইয়ে এগিয়ে আসবে পঞ্জাব৷ অন্যদিকে ১৪ ম্যাচ শেষে সানরাইজার্সের পয়েন্টও ১২৷ নাইটরাও ম্যাচ হারলে ১২ পয়েন্টেই শেষ করবে৷ তিন দলের মধ্যে নেট রান রেটের বিচারে প্লে-অফে এন্ট্রি পাবে এক দল৷ সমীকরণ এমন দাঁড়ালে নাইট বা সানরাইজার্সের মধ্যে এক দলের শিঁকে ছিড়তে পারে৷ কারণ এই দুই দলের রান রেট পসিটিভ রয়েছে, সেখানে পঞ্জাবের রান রেট এখন নেগেটিভ৷

Bootstrap Image Preview