Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ভারতের পরাজয় শিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০২:২৬ PM আপডেট: ০৪ মে ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


টেস্টে এক নম্বরে। ওয়ানডে আর টি-টোয়েন্টিতে দুই নম্বরে। এতদিন বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটে এটাই ছিল ভারতের অবস্থান। আইসিসি প্রকাশিত সর্বশেষ তালিকাতেও টেস্টে একেই আছে ভারত। পয়েন্টের ব্যবধান কমিয়ে ওয়ানডেতে ইংল্যান্ডের পরেই আছে তারা। তবে টি-টোয়েন্টিতে তিন ধাপ নেমে পাঁচে এসে দাঁড়াল বিরাট কোহলির দল।

২৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল পাকিস্তান। ২৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৬১ পয়েন্ট নিয়ে  টেবিল তালিকায় যথাক্রমে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত।

উল্লেখ্য, এক ধাপ উপরে উঠে টি-টোয়েন্টি তালিকায় সাতে রয়েছে আফগানিস্তান। এক ধাপ উপরে উঠে এসেছে শ্রীলঙ্কাও। চান্দিমলদের দল এখন আটে। অবনমন হয়েছে ক্যারিবিয়ান দলের। নয়া তালিকায় গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয়ে। 

এদিকে আগের মতোই দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের রেটিং পয়েন্ট ২২০। তিন ধাপ উন্নতি করে ১১তম অবস্থানে উঠে এসেছে নেপাল। তাদের রেটিং পয়েন্ট ২১২।

Bootstrap Image Preview