Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ডকে কাঁপুনি ধরিয়ে ম্যাচ হারল আয়ারল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০১:১৬ PM আপডেট: ০৪ মে ২০১৯, ০১:১৬ PM

bdmorning Image Preview


শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হলো জোফরা আর্চারের। এই ম্যাচে বল হাতে তেমন দ্যুতি ছড়াতে না পারলেও জয় পেয়েছে তার দল। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ডের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য ৩ ওভার ও ৪  উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড।  

এই ম্যাচে ডাবলিনে টসে জিতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ইংরল্যান্ড। তবে ইংল্যান্ডের বোলিং তোপে ৪৩.১ ওভারে অলআউট হয় আয়ারল্যান্ড। পল স্টারলিং আর উইলিয়াম পোর্টারফিল্ড উদ্বোধনী জুটিতে তুলেন ৫৫ রান। এ সময় পল স্টারলিং ৩৩ রান করে আউট হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

অন্যদের আসা যাওয়ান মিছিলে অ্যান্ড্রু বালবারিন ২৯ আর আট নাম্বারে নামা অভিষিক্ত মার্ক অ্যাডায়ার ৩৪ রান করলে কিছুটা লড়াই করার মতো পুজি পায় আয়রিশরা। এছাড়া ডকরেল ৪২ বল থেকে ২৪ রান করেন। ফলে সবকটি উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান।  

ইংল্যান্ডের পক্ষে ৭ ওভারে ৩৫ রান খরচায় ৪টি উইকেট নেন লিয়াম প্ল্যাংকেট। ৩টি উইকেট শিকার টম কুরানের। আলোচিত বার্বাডোজ পেসার জোফরা আর্চার ৮ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।

ইংল্যান্ড জবাব দিতে নেমে ৬৬ রান তুলতেই পাঁচটি উইকেট হারায়। এ সময় প্যাভিলনের পথ ধরেন ভিন্স ১৮, রুট ৭, মরগান ০,  মালান ২৪ ও জো ডেনলি ৮। 

এ সময় দলকে চাপ মুক্ত করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ফ্রেকেস ও কুরান। এই দুই ব্যাটসম্যানের অপরাজিত ৯৮ রানের জুটিতে জয় পায় ইংল্যান্ড। যেখানে ফ্রোকেস ৬১ ও কুরান ৪৭ রান করেন। 

আয়ারল্যান্ডের হয়ে জশ লিটিল ৪টি উইকেট নেন। র‌্যাঙ্কিং ও মুরতাঘ নেন ১টি করে উইকেট। 

এক ম্যাচের সিরিজটি জিতে নেয় ইংল্যান্ড। এদিকে ৫ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে আয়ারল্যান্ড।

Bootstrap Image Preview