Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মরণ-বাঁচনের লড়াইয়ে কলকাতা-পাঞ্জাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০১৯, ০৩:৩৮ PM আপডেট: ০৩ মে ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


শুক্রবার আইপিএলে ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব।আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে আজ দুটি দলেরই জয়ের বিকল্প নেই। তাই রাতের ম্যাচে এই দুটি দলই আজ নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। 

চার বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে শুক্রবার মোহালিতে নামছে দীনেশ কার্তিকরা৷ এই ম্যাচে বিধ্বংসী আন্দ্রে রাসেল প্রতিপক্ষ দলের বোলারদের বিরুদ্ধে ৪০ বলে ৮০ রানের তাণ্ডব চালান। যা কলকাতা নাইট রাইডার্সের জয়ের ভিত খাড়া করে দেয়। টানা ছয় ম্যাচ পর জয়ের মুখ দেখা কেকেআর তাই মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চনমনে।

উল্টোদিকের পাল্লাও কিন্তু বেশ ভারী আরোও এক জামাকাইন কিলার ক্রিস গেইলের ওজনে। চলতি আইপিএল দারুণ ফর্মে রয়েছেন গেইল ও রাহুল৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১২ ম্যাচে রাহুলের ব্যাট থেকে এসেছে ৫২০ রান৷ আর গেইল করেছেন ৪৪৮ রান৷ তবে মিডল অর্ডারে ময়াঙ্ক আগরওয়াল ছাড়া বাকিরা ছন্দে নেই৷

দুই দলের পয়েন্ট ১২ ম্যাচে ১০৷ তবে পয়েন্ট সমান হলেও মুম্বইকে ৩২ রানে হারিয়ে রান-রেটে প্রীতির দলের থেকে এগিয়ে রয়েছে কিং খানের দল৷ শুক্রবার আজ যার হারবে তাদেরই প্লে-অফের আশা শেষ৷ 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স: ক্রিস লিন, শুভমন গিল, আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নীতীশ রানা, সুনীল নারিন, পীয়ূষ চাওলা, হ্যারি গার্নি, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ। কিংস

ইলেভেন পাঞ্জাব: কেএল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, মনদ্বীপ সিং বা সীমরান সিং (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), সাম কুরান বা ডেভিড মিলার, আর্শদ্বীপ সিং, মুরুগান অশ্বিন, মহম্মদ সামি, মুজিব-উর-রহমান বা অ্যান্ড্রু টাই।

Bootstrap Image Preview