Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বার্থের সংঘাত: ওম্বুডসম্যানকে উত্তর দিলেন শচীন-লক্ষ্মণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১১ PM আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ০১:১১ PM

bdmorning Image Preview


গেল বুধবারই ডিকে জৈন স্বার্থের সংঘাত ইস্যুতে শচীন এবং লক্ষ্মণের কাছে নোটিশ পাঠিয়ে জানতে চেয়েছিল ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে থাকার পরেও কী ভাবে তাঁরা আইপিএলে টিমের সঙ্গে যুক্ত। অবশেষে এ বিষয়ে বিসিসিআই-এর ওম্বুডসম্যান ডি কে জৈনকে উত্তর দিলেন শচীন টেন্ডুলকার। 

চিঠির উত্তরে শচীন লিখেছেন যে, মুম্বাই ইন্ডিয়ানসের কাছ থেকে তিনি কোনও আর্থিক সুবিধা ভোগ করছেন না। সঙ্গে আরও একটি বিষয় খোলসা করে দিয়েছেন যে, তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই। 

তিনি আরো বলেন, 'ওই ফ্রাঞ্চাইজিতে আমার রোল শুধুই একজন আইকন হিসেবে। কোনও ম্যানেজমেন্ট সংক্রান্ত বা গভারনেন্সের ব্যাপারে তিনি কিছুই দেখাশোনা করছেন না।'

শচীন ছাড়াও ২৮ এপ্রিলের মধ্যে স্বার্থের সংঘাত ইস্যুতে জবাব দিতে বলা হয়েছে লক্ষ্মণকে। তার কাছেও জানতে চাওয়া হয়েছে বোর্ডের অ্যাডভাইসরি কমিটির সদস্য একইসঙ্গে আইপিএলে হায়দ্রাবাদের মেন্টর হিসাবে কাজ করেন। তবে নির্ধারিত সময় শেষ হলেও এখনো তিনি এ বিষয়ে কোনো উত্তর দেননি।

Bootstrap Image Preview