Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অর্ধযুগ পর প্লে অফে দিল্লি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯, ১১:৫৭ AM আপডেট: ২৯ এপ্রিল ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


চেন্নাই সুপার কিংসের প্লে-অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। রোববার আসরের দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালস। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৬ রানে হারিয়ে ৬ বছর পর প্লে-অফে উঠল তারা।

চেন্নাই সুপার কিংসের পর দ্বিতীয় দল হিসেবে দিল্লি ক্যাপিটালস প্লে-অফে চলে গেল। ২০১২ সালের পর এই প্রথম। স্বার্থের সঙ্ঘাত-‌টঙ্ঘাত মার্কা কথা বলে যে তাঁকে দমিয়ে রাখা যাবে না, সেটা স্রেফ ডাগ আউটে বসেই বারবার বুঝিয়ে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। তাঁর '‌পরামর্শে'‌ শেষ ৭টির মধ্যে ৬টি ম্যাচ জিতল দিল্লি। এই ৬টির মধ্যে ৪টি অ্যাওয়ে ম্যাচ।

রবিবার ফিরোজ শাহ কোটলায় টস জিতে দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার ব্যাটিং নিয়েছিলেন। ২০ ওভারে ৫ উইকেটে ১৮৭ তোলে দিল্লি। দিল্লির হয়ে ৩৭ বলে ৫০ রান করেন শিখর ধাওয়ান। অধিনায়ক শ্রেয়াস আয়ার করেন ৫২ রান। তিনিও খেলেন ৩৭ বল। 

দিল্লির হয়ে যুজবেন্দ্র চাহাল ২টি উইকেট নিলেন ৪ ওভারে ৪১ রান দেন। উমেশ যাদব, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি ১টি করে উইকেট নেন।

জবাবে বেঙ্গালুরু শুরুটা ভাল করেও ৭ উইকেটে ১৭১ রানে থামে। পার্থিব ২০ বলে ৩৯ রান করেন। কোহলি আউট হন ব্যক্তিগত ২৩ রানে। এছাড়া বাকিরা বলার মতো তেন কোনো রান তুলতে পারেনি। কাগিসো রাবাডা (‌২/‌৩১)‌, অমিত মিশ্র (‌২/‌২৯)‌, অক্ষর প্যাটেলের (‌১/‌২৬)‌ বোলিংয়ের সামনে সুবিধে করতে পারেননি।

এখনও পর্যন্ত ১২টি ম্যাচে ৯টিতেই টসে হেরেছেন কোহলি। রবিবারের ম্যাচ হারে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল বেঙ্গালুরু। 

কোহলি ম্যাচের পর বলেই দেন, ১৬০-‌১৬৫ রান হলে ঠিক ছিল। কিন্তু এই উইকেটে ১৯০ রান তাড়া করতে যাওয়াটা একটি চাপের।

Bootstrap Image Preview