Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তাসকিন জাদুতে লন্ডভন্ড দোলেশ্বর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ০১:৫৯ PM আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


জায়গা হয়নি ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে। তবে ডিপিএলে বল হাতে ঝলক দেখালেন তাসিকিন আহম্মেদ। তার বোলিং তোপে ২০৫ রানে অলআউট হলো প্রইম দোলেশ্বর স্পোটিং ক্লাব। ৯ ওভারে ৫৪ রান দিয়ে তিনি একাই নিয়েছেন ৪ টি উইকেট। 

সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রুপগঞ্জ মাঠে  টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম দোলেশ্বর। প্রাইম দোলেশ্বরের হয়ে সৈকত আলী সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। এছাড়া সাইফ হাসান ৩৭ রান করেন। 

তাসকিন এদিনে প্রথম স্পেলে ৫ ওভার বল করে ৩০ রান দিয়ে নেন সাইফ ও মার্শাল আইয়ুরের উইকেট দুটি তুলে নেন। দ্বিতীয় স্পেনে তাসকিন চার ওভার বল করে নেন নেন ছন্দে থাকা সৈকত আলীর উইকেট। এছাড়া প্রাইম দোলেম্বরে হয়ে ক্রিজে ২৭ রান নিয়ে ব্যাট করা তৈবুর রহমানের উইকেটটিও তুলে নেন তাসকিন। মূলক তাসকিনই দোলেশ্বরে কোমড় ভেঙে দেন। ৯ ওভার বল করে দেন ৩০টি ডট বল।

তাসকিন ছাড়াও রূপগঞ্জের হয়ে মোহাম্মদ শহীদ ৩৫ রানে ৩টি ও ঋষি ধাওয়ান নেন ২টি উইকেট।

Bootstrap Image Preview