Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বুধবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লিটন-আশরাফুলের ব্যর্থতায়, তুষারের ফিফটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৩৩ PM আপডেট: ১৯ এপ্রিল ২০১৯, ১২:৩৩ PM

bdmorning Image Preview


বিশ্বকাপে স্কোয়াডে লিটন দাসের জায়গা পাওয়া নিয়ে চলছে সমালোচনা। মঙ্গলবার দল ঘোষণার পর আজই তিন প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেছিলেন ডিপিএলে। কিন্তু সমালোচনার যোগ্য জবাব দিতে পারলেন না। মোহামেডানের হয়ে ২৬ রানের ইনিংস খেলেই আউট হলেন তিনি। 

সুপার শেখ জামাল টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডানকে। এ সময় মোহামেডানের হয়ে ব্যাটিং উদ্ধোধন করতে আসেন লিটন ও ইরফান শুকুর। তবে শুরু থেকেই ব্যাটিং  বিপর্যয়ে পড়ে তারা। মাত্র ২৭ রান তুলতেই একে একে ফিরে যান ইরফান শুক্কর (৬) অভিষেক মিত্র (২) ও রকিবুল হাসান (৮)। 

এ সময় এক প্রান্ত আগলে রেখে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন লিটন। তবে তার সে স্বপ্নে জল ঢেলে দেন ইলিয়াস আলী। দলীয় ৫৭ রান লিটকে বোল্ড আটন করেন তিনি। আউট হওয়ার আগে ৩৩ বল থেকে ২৬ রানের ইনিংস খেলেন তিনি। চলতি ডিপিএলে লিটনের এর আগে ইনিংস গুলো যথাক্রমে ২৭, ৮৪, ৩৬, ৫৩ ও ২৪। 

এদিকে লিটনের বিদায়ের পর মোহামেডানের ইনিংস মেরামতের দায়িত্ব ছিল আশরাফুল ও তুষরা ইমারানের উপর। এই জুটিতে ৪৩ রান যোগ দেওয়ার পর তাইজুলের শিকারে পরিণত হন আশরাফুল। আশরাফুল আউট হওয়ার আগে ৪৯ বল থেকে ২১ রান করেন। 

এই ম্যাচে মোহামেডানের হয়ে একা লড়াই করেছেন তুষার ইমরান। তিনি আজ দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৮৫ বল থেকে ৫৬ রানের ইনিংসটি খেলেন। দলীয় ১৫১ রারে সপ্তম উইকেটের রূপে তার বিদায়ের পর দ্রুতই বাকি তিনটি উইকেট হারায় মোহামেডান। ৪৪.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয় মোহামেডান। 

শেখ জামালের হয়ে তানভীর হায়দার খান ৪.৪ ওভারে ১৬ রানে নেন ৪টি উইকেট। খালেদ নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন তাইজুল, নাসির, ইলিয়াস ও এনামুল হক জুনিয়র। 

Bootstrap Image Preview