Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই আর্চার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৪৭ AM আপডেট: ১৮ এপ্রিল ২০১৯, ০৯:৪৭ AM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে স্বাগতিক ইংল্যান্ড ১৫ জনের জন্য ঘোষণা করল। ওয়ান ডে বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। তবে ঘোষিত দলে জায়গা পাননি জোফরা আর্চার। বিশ্বকাপে সযোগ পাওয়া ক্রিকেটারদের অনকেই আইপিএল খেলছেন। তাদেরকে ২৬ এপ্রিলের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ইসিবি৷

বিশ্বকাপের চূড়ান্ত দলে আর্চার সুযোগ না-পেলেও পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ১৭ জনের দলে রয়েছেন ক্যারিবিয়ান বংশোদ্ভুত পেসার৷ ৩ মে আয়ারল্যান্ড ম্য্যাচের পরই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ওয়ান ডে সিরিজ খেলবে ইংল্যান্ড৷ এই সিরিজে পারফর্ম করলে বিশ্বকাপ দলে ঢুকতে পারেন আর্চার৷ আইসিসি-র নিয়মে ২৩ মে-এর মধ্যে দলে বদল করা সম্ভব৷ তার পর কোনও ক্রিকেটার চোটের কারণে ছিটকে গেল তবেই পরিবর্ত হিসেবে দলে ঢুকতে পারবে৷

বার্বাডোজে জন্ম আর্চার চলতি বছর মার্চে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডেসিডেন্স নিয়মে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পান৷ তবে এখনও পর্যন্ত ইংল্যান্ডের কোনও ম্যাচ খেলেননি ডানহাতি বোলিং অল-রাউন্ডার৷ জন্ম ওয়েস্ট ইন্ডিজে হলেও বাবা’র কারণে ইংল্যান্ডের সিটিজেনশিপ পেয়েছেন আর্চার৷

বিশ্বকাপের ১৫ সদস্যের ইংল্যান্ড দল: ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারেন, জো ডেনলি, অ্যালেক্স হল, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওয়কস, মার্ক উড৷

Bootstrap Image Preview