Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ হয়দ্রাবাদের সামনে টেবিল টপার চেন্নাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ PM আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


আইপিএলে টানা তিন ম্যাচ হেরে চাপে পড়েছেন ২০১৭ আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ। আসরে নিজেদের অষ্টম ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ টেবিলের টপার সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দুই দল মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে। 

চলতি আসরে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাকিদের নাগালের বাইরে চলে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ৩৯ রানের শোচনীয় হার ও আইপিএল জুড়ে হতাশাজনক পারফর্ম্যান্স সানরাইজার্স হায়দরাবাদকে, লিগ টেবিলের প্রায় তলানিতে দাঁড় করিয়েছে। সাত ম্যাচে তিনটি জয়ে টিবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এমন অবস্থায়, আইপিএলের চলতি মৌসুমে প্রথমবার মুখোমুখি হতে চলা চেন্নাই ও হায়দরাবাদের ম্যাচকে ঘিরে আগ্রহ তুঙ্গে। দুর্দান্ত দক্ষিণ ভারতীয় ডার্বি দেখার অপেক্ষায় দেশ। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদাও বাড়ছে হু হু করে। 

মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরের বিরুদ্ধে কল্কে পেতে টিম গেমকেই পাখির চোখ করছে হায়দরাবাদ। কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, বিজয় শঙ্করের ব্যাটিং, ভূবনেশ্বর কুমার, রশিদ খানদের বোলিং ক্লিক করলে, তাদের আটকানো মুশকিল হবে বলে এসআরএইচ-র তরফে জানানো হয়েছে। 

অন্যদিকে, কথা নয়, কাজে জবাব দেওয়ার পক্ষপাতী চেন্নাই সুপার কিংস, এই ম্যাচেও মাঠেই নিজেদের কেরামতি দেখাতে বদ্ধপরিকর। ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ইমরান তাহিরদের ফর্ম ও ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির ইস্পাত কঠিন মানসিকতা এই লড়াইয়ে হলুদ বাহিনীকে এগিয়ে রাখবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। 

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইমরান তাহির, শার্দুল ঠাকুর, দীপক ছাহার

সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, জনি বোয়াস্ট্রো (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, মনীশ পাণ্ডে, দীপক হুডা, অভিষেক ভর্মা, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খালিল আহমেদ।

Bootstrap Image Preview