Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাসিরের সেঞ্চুরিতে শেখ জামালের সহজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৩৪ AM আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:৩৪ AM

bdmorning Image Preview


ডিপিএলে সুপার লিগের প্রথম পর্বে আসরের নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন নাসির হোসেন। তার অপরাজিত ১১২ রানের সুবাদে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারালো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এদিন প্রাইম ব্যাংক প্রথমে ব্যাট করে ৪৮.৩ ওভার খেলে ২৩৬ রানে প্রাইম ব্যাংক অলআউট হয়। শুরু থেকেই ব্যাটিং ধ্বস নামে তাদের ব্যাটিং অর্ডারে। এক পর্যায়ে ১৩১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। এ সময়ে আট নম্বরে ব্যাট করেতে নেমে দলকে টেনে তোলেন আরিফুল। অন্যান্যদের আসা যাওয়ার মিছিলে তিনি ৭টি ছক্কা ও ২টি চারের মারে ৭৪ রানের অসাধারণ ইনিংস উপহার দেন দলকে। এদিন আরিফুল ছাড়াও প্রাইম ব্যাংকের হয়ে রুবেল মিয়া ৬৬ ও ৪৬ রান করেন নামান ওঝা।

জবাব দিতে নেমে শেখ জামালের হয়ে ইমতিয়াজ ও মোহাম্মদ ইলিয়াস উদ্ধোধনি জুটিতে ৪৫ রান তোলেন। ইমতিয়াজ তান্না ২৬ রান প্যাভিলনে ফেরেন। এ সময় দ্বিতীয় উইকেটে ব্যাটি করতে আসা দিলশান মনুভিরা ব্যক্তিগত ১২ রানে আউট হন

তৃতীয় উইকেটে ক্রিজে আসেন নাসির। তিনি ও ইলিয়াস ৯৩ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সুগম করেন। এই জুটিতে ইলিয়ান কিছুটা স্লো খেললেও দ্রুত রান তোলেন নাসির। দলীয় ১৬৪ রানে হাফ সেঞ্চুরি করা ইলিয়াসকে ফেরান রাজ্জাক। ১০৪ বল থেকে ৬৭ রানের ইংনিস খেলেন তিনি।

তবে ক্রিজে থাকা নাসির শেষপর্যন্ত ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়েছেন এই ডান হাতি ব্যাটসম্যান। লিস্ট ‘এ’ ম্যাচে ক্যারিয়ারের ষষ্ঠ এবং চলতি লিগের ১ম শতক তুলে নেন ফিনিসার খ্যাত এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান। ম্যাচ শেষে ১১০ বল থেকে ১১২ রানে অপরাজিত থাকেন নাসির। তার ইনিংসটি ১২টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল।

Bootstrap Image Preview