Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারো আক্ষেপের কথা শোনালেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ AM আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


চলতি আইপিএল আসরে রবিবার পর্যন্ত সাতটি ম্যাচে অংশ নিয়েছে সানরাইজার্স হায়দ্রারবাদ। প্রথমটি ছাড়া আর কোনো ম্যাচেই হায়দ্র্রাবাদের একাদশে জায়গা হয়নি সাকিবের। রবিবার দিল্লি ক্যাপিটার্সেলের বিপক্ষে ৩৯ রানের বড় ব্যবধানে হেরেছে হায়দ্রাবাদ। এদিনও দলে জায়গা হয়নি সাকিব আল হাসানের। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে হতাশা প্রকাশ করলেন সাকিব।

বারবার দলে উপেক্ষীত থাকা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এখানে সুযোগ পাওয়া অনেক কঠিন।তবে একাদশে না থাকাটা অবশ্যই হতাশার, কিন্তু পরিস্থিতিও আপনাকে বুঝতে হবে। আমাকে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের জন্য খুব কঠিন।

না খেললেও আমাকে ফিট আর প্রস্তুত থাকতে হবে। তাছাড়া বিশ্বকাপও আসছে। ফলে অনুপ্রেরণার কোনো কমতি নেই। আর আমার সুযোগ যখন আসবে, আমিও দুই হাত ভরে তা নেব। আমি অনুশীলনও আগের চেয়ে অনেক বেশি করছি।’

হায়দ্রাবাদ দলটি চলতি আইপিএল আসরে নিজেদের সবশেষ তিনটি ম্যাচেই হারের স্বাদ পেয়েছে। তাই বলাই যায় দলটি বর্তমানে চাপের মধ্য দিয়ে সময় পাড় করছে।

Bootstrap Image Preview