Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মিথ-ওয়ার্নারকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চকে অধিনায়ক করে সোমবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। 

কিছুদিন আগে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান কিংবদন্তী ওয়ার্ন সম্ভাব্য যে দল ঘোষণা করেন সেখান থেকে ঠাঁই পেয়েছেন ১২জন। ওয়ার্নের দলে সুযোগ না পাওয়া উসমান খাজা সুযোগ পেয়েছেন ঘোষিত বিশ্বকাপ দলে।

খোয়াজার সাম্প্রতিক ফর্মের বিষয়টি বিবেচনা করে এই যাত্রায় টিকে গেছেন। অ্যারোন ফিঞ্চের সঙ্গে উদ্বোধনী জুটিতে ২০১৯ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন খাজা। রান করেছেন ৭৬৯টি (গড় ৫৯, স্ট্রাইট রেট ৮৪)। যা চলতি বছরে যেকোনো অস্ট্রেলিয়ানের সর্বোচ্চ রান।

অন্যদিকে দলে জায়গা হয়নি পেসার জস হ্যাজেলউড আস্টন টার্নার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্বের। হ্যান্ডসকম ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির দেখা পেলেও অস্ট্রেলিয়ার সবশেষ আরব আমিরাত সফরে পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচে হাফ সেঞ্চুুির দেখা না পাওয়ার দল থেকে বাদ পড়েছেন। 

একনজরে বিশ্বকাপের জন্য ঘোষিত অস্ট্রেলিয়া দল-

অ্যারন ফিঞ্চ(অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, শন মার্স, স্টিভ স্মিথ,  অ্যালেক্স ক্যারি(উইকেটকিপার), ন্যাথন কুল্টারনাইল, জেসন বেহারেনড্রফ, প্যাট কামিন্স, ন্যাথান লায়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোয়েনিস, অ্যাডাম জাম্পা৷

Bootstrap Image Preview