Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


চলতি আইপিএল আসরে বিদ্ধোংশী ফর্মে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স ক্রিকেটার অ্যান্ড্রো রাসেল। দলের প্রতিটি জয়ে ব্যাট হাতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। যার সুবাদে আইপিএলে নতুন রেকর্ডের জন্ম দিলেন তিনি। 
শুক্রবার ইডেন গার্ডেনে দিল্লির বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা। এই ম্যাচে রাসেল ২১ বল থেকে ৪৫ রানের ইনিংস খেলেন। এতে আইপিএলে দ্রুততম ১ হাজার রান ও ৫০ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। 

রাসলের আগে যৌথভাবে রেকর্ডটি দখলে ছিল কিয়েরন পোলার্ড ও শেন ওয়াটসনের। শুক্রবার রাতে তাদের টপকে রেকর্ডটি নিজের করে নিয়েছেন রাসেল। ১ হাজার রান ও ৫০ উইকেট নিতে পোলার্ড ও ওয়াটসনের লেগেছিল যেখানে ৬২ ম্যাচ, সেখানে রেকর্ড গড়া রাসেল খেলেছেন ৫৭ ম্যাচ।

চলতি আইপিএলে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন রাসেল। ৭ ম্যাচে তিনি করেছেন ৩০২ রান, যেখানে ২৯ ছক্কার সঙ্গে মেরেছেন ২০ বাউন্ডারি। বল অবশ্য খুব বেশি করেননি, এরপরও সবমিলিয়ে করা ১২ ওভারে পেয়েছেন ৬ উইকেট।

Bootstrap Image Preview