Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুপুরে ঘোষণা হবে ভারতের বিশ্বকাপ দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০১৯, ১২:২৭ PM আপডেট: ১৫ এপ্রিল ২০১৯, ১২:২৭ PM

bdmorning Image Preview


সোমবার আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণঅ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। এমএসকে প্রসাদের নেতৃত্বে সোমবারই দিল্লিতে বৈঠকে বসছেন নির্বাচকমণ্ডলী। বৈঠকে থাকবেন অধিনায়ক বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রীও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে দল বেছে নিয়েছিলেন নির্বাচকরা বিশ্বকাপেও কমবেশি সেই দলই বেছে নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দল বাছতে নামার আগে নির্বাচকদের চিন্তায় সব থেকে বেশি চিন্তার জায়গা থাকবে মিডল অর্ডার। বিশেষ করে চার নম্বর ব্যাটসম্যানের জায়গাটা। গত প্রায় বছরখানেক চার নম্বরে খেলে আসছেন রায়ডু। কিন্তু সম্প্রতি তাঁর ফর্ম খুব খারাপ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে উল্লেখযোগ্য কোনও অবদান নেই তাঁর। রায়ডুর পরিবর্তে চার নম্বরে কাকে নেওয়া হবে সেটা নিয়েই চিন্তা।

মনে করা হচ্ছে দুই ওপেনার হিসেবে রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের ইংল্যান্ডের টিকিট পাকা। তৃতীয় ওপেনার হিসেবে নেওয়া হতে পারে লোকেশ রাহুলকে। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক কোহলি। চার নম্বরে ব্যাট করতে পারেন বিজয় শংকর বা কেদার যাদব। উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনি এবং ব্যাক আপ হিসেবে ঋষভ পন্থের নির্বাচিত হওয়া প্রায় পাকা। আইপিএলে কার্তিক যেভাবে ব্যর্থ হচ্ছেন তাতে তাঁর সুযোগ পাওয়া কঠিন। অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং বিজয় শংকরের টিকিটও প্রায় পাকা। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ সুযোগ পাচ্ছেন তিন পেসার হিসেবে। দুই স্পিনার হিসেবে দলে থাকছেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল

প্রশ্ন হচ্ছে ১৫তম খেলোয়াড়টি কে হবেন। নির্বাচকরা যদি, পেসার নিয়ে যেতে চান সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন নবদীপ সাইনি। আইপিএলে আরসিবির হয়ে বেশ নজর কেড়েছেন এই গতিমান পেসার। তবে, পঞ্চদশ খেলোয়াড় হিসেবে সুযোগ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রবীন্দ্র জাদেজার। বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের মাধ্যমেও দলকে সাহায্য করতে পারেন তিনি।

ভারতের সম্ভাব্য ১৫:

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা/নবদীপ সাইনি, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

Bootstrap Image Preview