Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদঃ সুজন 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:২৭ PM আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ০৭:২৭ PM

bdmorning Image Preview


চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। তাই আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়ে বাড়তি কোন ঝুঁকি নিতে চান না আবাহনী লিমিটেড।

আগামীকাল থেকে শুরু হবে ঢাকা লিগের সেরা ছয়ের লড়াই। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।

এই লড়াইয়ে রুবেলের মত পেসার দলে পেলে বাড়তি সুবিধা পেত আবাহনী। কিন্তু এমন ঝুঁকি নিতে নারাজ দলটির কোচ খালেদ মাহমুদ সুজন।

রুবেলের প্রসঙ্গে সুজন বলেন, সবাই মোটামুটি ফিট শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করে নি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। ও যখনই রেডি হবে তখন খেলবে। সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না, এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে। এখন যতটুক পারি বিশ্রাম দিয়ে...যদি সে বল করে ফিট মনে করে, ফিজিও যদি সবুজ সংকেত দেয় তাহলে সে খেলবে। তা না হলে পরের ম্যাচে খেলতে পারবে কিনা আমার সন্দেহ আছে।'

তিনি আরও বলেন, যেহেতু ওর সাইড স্ট্রেইন, ফাস্ট বোলারের সাইড স্ট্রেইন খুবই গুরুত্বপূর্ণ। যখন বল করবেন তখন এই জায়গাটায় চাপ পড়বে বেশি। আমিও চাই না যে ও হালকা ফিট হয়ে খেলুক। যদি রিকভার করে ফুল ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য, আমি চাইবো না। আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।'

Bootstrap Image Preview