Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নো-বল ইস্যুতে সৌরভকে পাশে পেলেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯, ১১:১৫ AM আপডেট: ১৪ এপ্রিল ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার ব্যাপারে সুনাম রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কিন্তু চলতি আইপিএল সাক্ষী থেকেছে অন্য এক দৃশ্যের। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি না হয়ে মেজাজ হারান তিনিও। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ডাগআউট থেকে মাঠে প্রবেশ করে আম্পায়ারের সঙ্গে তর্কও জুড়ে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। বিষয়টি ভীষণ দৃষ্টিকটূ ঠেকেছে বিশ্ব ক্রিকেটের রথী-মহারথীদের। অনেকেই তাঁর সমালোচনায় মুখর হয়েছে। আবার অনেককে পাশেও পেয়েছেন ধোনি।

তেমনি একজন হলেন আরেক প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্যাপ্টেন কুলকে এভাবে মাথা গরম করতে দেখে অবশ্য অবাক হননি তিনি। সৌরভ বলেন, '‌ক্রিকেটাররাও তো রক্ত-মাংসের মানুষ। এটা আবেগের বহিঃপ্রকাশ। তবে ধোনির এই প্রতিযোগিতামূলক মনোভাব আমার খুব ভাল লেগেছে।'‌

গত বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপারকিংসের ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। ওই ওভারটি করেন বেন স্টোকস। ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে যান ধোনি। ফেরার আগে ৪৩ বলে ৫৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। এর পর সমীকরণ দাঁড়ায় তিন বলে আট রান।

স্টোকসের করা পরের বলটি কোমরের উপর ফুলটস হলেও সেটিকে নো বল ঘোষণা করেননি আম্পায়ার উলহাস গান্ধে। এরপরই দুই আম্পায়ারের সঙ্গে তর্কে জুড়ে দেন ক্রিজে থাকা রবীন্দ্র জাদেজা। এর পর বাইরে থেকে মাঠে ছুটে আসেন ধোনিও। ঢুকেই দুই আম্পায়ার-সহ বোলার স্টোকসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে করেন তিনি। এই বলটি '‌নো-বল'‌ নয় কেন? প্রশ্ন ছুড়ে দেন অধিনায়ক। শেষ পর্যন্ত ম্যাচটি অবশ্য জিতে নেয় চেন্নাই। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন মিচেল স্যান্টনার। তবে এই ঘটনায় শাস্তি পেয়েছেন ধোনি। আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহার করায় তার ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ‌

Bootstrap Image Preview