Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা লিগে রকিবুল ও রেজার বাজিমাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০২:২২ PM আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। জমজমাট লড়াইয়ে এরই মধ্যে শেষ হয়েছে লিগ পর্ব। চলতি আসরে ব্যক্তিগত পারফর‌্যান্সেও আলো ছড়াচ্ছেন তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটাররা। 

লিগ পর্বে ১১ ম্যাচ শেষে ব্যাটিং সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ৫৪৫ রান নিয়ে শীর্ষে রয়েছেন মোহামেডানের অধিনায়ক রকিবুল হাসান। আর ২৭ উইকেট নিয়ে বোলিংয়ে শীর্ষে রয়েছেন দোলেশ্বরের ফরহাদ রেজা। 

শিরোপার দৌড়ে ছিটকে যাওয়া মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান ১ সেঞ্চুরি আর ৫ অর্ধশতকে ৫৪৫ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে আবাহনীর জহুরুল ইসলাম অমি সংগ্রহ ৫৩১ রান। 

লিগ পর্বের ১১ ম্যাচে শেষে শিরোপা রেসে নিজেদের ধরে রাখতে না পারলেও। ব্যক্তিগত পারফর্মেন্সে সাদা কালোদের অধিনায়ক রকিবুল হাসান রয়েছেন সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। 

অন্যদিকে চলতি আসরে টানা ৩ শতক হাঁকিয়ে ৫১১ রান নিয়ে তালিকায় তৃতীয় স্থঅনে রয়েছেন এনামুল হক বিজয়। তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান আশা জাগিয়েছেন। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ৫০৬ রান নিয়ে রয়েছেন এই তালিকার ৪ নম্বরে।

এদিকে বোলিং তালিকায় শীর্ষ স্থানটা ধরে রাখা ফরহাদ রেজা ১১ খেলায় ২৭ উইকেট শিকার করেছেন। ওভার পিছু ৪.৭৩ রান দেয়া ফরহাদ রেজার বোলিং গড়টাও বেশ ১৬.৫৯। ম্যাচে সেরা বোলিং; ৫/৪০।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবিউল হক ১১ ম্যাচে ২২টি উইকেট। তার সেরা বোলিং ফিগার ৪১ রানে ৫ উইকেট।  তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ২০টি উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

Bootstrap Image Preview