Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল ক্যারিয়ারে ধোনির শততম জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ১২:৩৪ PM আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথম অধিনায়ক হিসেবে শততম জয়ের দেখা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার তাঁর অধীনে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আর এরই সাথে জয়ের সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অধিনায়ক ধোনি। 

আইপিএলে ১০০ ম্যাচ জয়ের সমীকরণে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ৯৫ ম্যাচ জিতেছেন ধোনি। আর রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে ২০১৬ সালে জিতেছেন ৫টি ম্যাচ জিতেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গাম্ভীর। তিনি অধিনায়ক হিসেবে ৭১ ম্যাচ জিতেছেন। নেতৃত্ব দিয়েছেন ১২৯ ম্যাচে।

চেন্নাই সুপার কিংসকে ১৫২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৭ সালে অবশ্য পুনের নেতৃত্বে ছিলেন স্টিভ স্মিথ। 

সবমিলিয়ে আইপিএলে ১৬৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন কুল। চেন্নাইয়ের হয়ে অধিনায়ক ধোনি ১৫২টির মধ্যে ৯৫ ম্যাচ জিতেছেন। আর পুনের হয়ে ১৪টির মধ্যে জিতেছেন ৫টি ম্যাচ। এখনও পর্যন্ত আইপিএলে ১৮২ ম্যাচ খেলেছেন ধোনি। রান করেছেন ৪১৭২। যার মধ্যে ২১টি অর্ধশতরান রয়েছে।

Bootstrap Image Preview