Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ বলে জিতল চেন্নাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৯:২০ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার আইপিএল রোমাঞ্চকর জয় পেল চেন্নাই সুপার কিংস। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন জাদেজা। এই জয়ে চেন্নাই ৬ ম্যাচে ৫টি জয় নিয়ে টেবিলের শীর্ষ স্থান পোক্ত করল। অন্যদিকে ষষ্ঠ ম্যাচে পাঁচটিতে হেরে টেবিলের সপ্তম স্থানেই থাকল রাজস্থান।

রাজস্থান এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে এবং জস বাটলার। ১১ বলে ১৪ রান করে আউট হয়ে যান রাহানে এবং বাটলার ১০ বলে ২৩ রান করেন। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান সঞ্জু স্যামসন। বেশি রান করতে পারেননি স্টিভ স্মিথও। ২২ বল খেলে স্টিভ করেন মাত্র ১৫ রান। রাজস্থানের হয়ে সর্বাধিক রান করেন বেন স্টোকস। ২৬ বলে ২৮ রান করেন বেন। এ ছাড়া রাহুল ত্রিপাঠী ১০ রান, রিয়ান পরাগ ১৬ রান, জোফরা আর্চার ১৩ রান এবং শ্রেয়স গোপাল করেন ৭ বলে ১৯ রান করেন।

চেন্নাইয়ের হয়ে দীপক চাহর ২টি, মিচেল স্যান্টার ১টি, শার্দুল ঠাকুর ২টি এবং রবীন্দ্রা জাডেজা নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল ধোনির চেন্নাইকে। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান শেন ওয়াটসন। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ফাফ দু'প্লেসিও। দু'প্লেসি করেন মাত্র ৭ রান। মাত্র ৪ রান করে রান আউট হয়ে যান সুরেশ রায়না। তবে ম্যাচ ঘোরাতে শুরু করেন অম্বাতি রায়ডু এবং ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ৪৭ বলে ৫৭ রান করেন রায়ডু। তাঁর এই ইনিংসে রয়েছে ২টি চার এবং ৩টি ছয়। আর ধোনির ব্যাট থেকে উঠে আসে ৫৮ রান। মাত্র ৪৩ টি বল খেলে ধোনি ২টি চার এবং ৩টি ছয় মেরেছেন। তবে দু'জনেই আউট হয়ে যান। রাজস্থানের হয়ে সব থেকে বেশি উইকেট নেন বেন স্টোকস। ৩৯ রান দিয়ে বেন নিয়ে নেন ২ উইকেট। ম্যাচটি জেতান রবীন্দ্র জাদেজা এবং মিচেল স্যান্টার। ৪ বল খেলে জাদেজা করেন ৯ রান। আর স্যান্টার মাত্র ৩ বল খেলে করেন ১০ রান। আর তাঁদের সুবাদেই হেরে যাওয়া ম্যাচটি জিতে নেয় চেন্নাই। 

Bootstrap Image Preview