Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইঞ্জুরিতে পড়লেন মুস্তাফিজুর রহমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে বাংলাদেশে দলের ইনজুরি তালিকাটা প্রতিদিনিই লম্বা হচ্ছে। সেই তালিকায় এবাব যুক্ত হলো পেসার মুস্তাফিজুর রহমানের নাম। বুধবার (১০ এপ্রিল) বিকালে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে অনুশীলন করছিলেন মুস্তাফিজুর রহমান। এ সময় তিনি বাঁ পায়ের গোড়ালিতে চোট পান।

এ বিষয়ে বিসিসি চিকিৎসক সাংবাদিকদের জানান, 'গতকাল অনুশীলনের সময় বাম পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে মোস্তাফিজ। আমরা আজ এক্স-রে করেছি। তবে এক্স-রেতে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি। তবু আমরা তাকে দুই সপ্তাহের রেস্ট দিয়েছি। এরপর আবার তার অবস্থা রিভিউ করা হবে।'

পাঁচ বছর পর সোমবার দশম রাউন্ড দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন করেছিলেন মুস্তফিজুর রহমান।শাইনপুকুরের হয়ে মাঠে নেমেই নিজেকে মেলে ধরা। ৬.৫ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন। 

বিশ্বকাপকে সামনে রেখে ১৮ এপ্রিল দল ষোষণা করার কথা জানিয়েছে বিসিবি। তবে দলের একাধিক ক্রিকেটারের ইনজুরি সমস্যা থাকার কারণে কিছুটা সমস্যায় পড়েছে নির্বাচকরা।

Bootstrap Image Preview