Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টানা তৃতীয়বার উইসডেনের বর্ষসেরা কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩১ PM আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


উইসডেন ক্রিকেটারদের বর্ষপঞ্জীতে ফের একবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে পরপর তিনবার। ২০১৬, ২০১৭, ২০১৮ একটানা তিনবার এই খেতাব জিতলেন বিরাট।

গত বছর তিন ফরম্যাটের ক্রিকেটে ২৭৩৫ রান সংগ্রহ করেছেন ডানহাতি ব্যাটসম্যান কোহলি। ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। পাঁচ টেস্টের সিরিজে ৫৯.৩ গড়ে ৫৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। পাঁচটি টেস্ট শতক নামের পাশে নিয়ে বছর শেষ করেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।

এবছর বিরাটের সঙ্গেই এই শিরোপা জিতে নিয়েছেন ৪ ব্রিটিশ ক্রিকেটারও। ইংল্যান্ড ক্রিকেট দলের টামি বিউমন্ট, জস বাটলার, স্যাম কুরান ও ররি বার্নসকেও ক্রিকেটার অব দ্য ইয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এছাড়া ভারতীয় অধিনায়ক বছরের পাঁচ উইজডেন ক্রিকেটারের একজন হিসেবেও বিবেচিত হয়েছেন। বাকি চার জন হলেন ইংল্যান্ডের নারী ক্রিকেটার ট্যামি বিউমন্ট, পুরুষ দলের ক্রিকেটার জস বাটলার, স্যাম কারান এবং ররি বার্নস।

ইংলিশ মৌসুমে ক্রিকেটারদের পারফর্মেন্সের উপর ভিত্তি করে নির্বাচন করা হয় বছরের পাঁচ উইজডেন ক্রিকেটার। ১৮৮৯ সাল থেকেই ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করে আসছে উইজডেন।

কোহলি ব্যতিত শুধু মাত্র দুইজন ক্রিকেটার এই পুরষ্কার তিনবারের বেশি পেয়েছেন। ডন ব্র্যাডম্যান দশ বার এবং জ্যাক হবস আটবার পেয়েছেন উইসডেনের এই পুরষ্কার।

কোহলি ছাড়া ভারত থেকে কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগও উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’এর সম্মান পেয়েছিলেন৷ শচীন ২০১০ সালে এবং বীরু ২০০৮ ও ২০০৯ সালে পর পর দু’বার এই সম্মানে ভূষিত হয়েছেন৷

ভারতের বাইরে শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা দু’বার এই পুরস্কার পেয়েছেন৷ তবে ২০০৩ সালে এই সম্মান প্রদান শুরু হওয়ার পর কোনও ক্রিকেটারই তিনবার লিডিং ক্রিকেটার নির্বাচিত হননি৷ বিরাট সেখানে পর পর তিনবার এই খেতাব জিতলেন৷

Bootstrap Image Preview