Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ জিতে উইকেটের উপর ক্ষোভ ঝাড়লেন ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


চলতি আইপিএল আসরে শুরু থেকেই কিছুটা খাপছাড়া। আম্পায়ার, মানকাডিংসহ উইকেট নিয়ে উঠছে প্রশ্ন। আইপিএলে উইকেট নিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলে দিল্লি ক্যাপিটালেনর কোচ রিকি পন্টিং। এবার উইকেট নিয়ে প্রশ্ন তুললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মঙ্গলবার চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে ১০৮ রানে ভেঙে পড়ে প্রথমে ব্যাট করতে নামা কেকেআরের ইনিংস। একমাত্র আন্দ্রে রাসেলই যা প্রতিরোধ গড়েন। পাঁচটি চার ও তিনটি ছয় সহযোগে করেন ম্যাচের সর্বোচ্চ, ৪৪ বলে ৫০ রান। কেকেআর-এর মাত্র তিন ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে সক্ষম হন৷

পুরোপুরি বোলিং সহায়ক চিপকের উইকেটে, চেন্নাইয়ের মিডিয়াম ফাস্ট দীপক ছাহারের তিন, টার্বুনেটর হরভজন সিং ও স্পিনার ইমরান তাহির নেন ২টি করে উইকেট।

জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় চেন্নাই। আইপিএলের চলতি মৌসুমে ঘরের মাঠে হওয়া চারটি ম্যাচের সবকটিতেই জিতেছে চেন্নাই। তবু চিপকের পিচের আন-ইভেন বাউন্স ও ঘূর্ণী চরিত্র নিয়ে আরো একবার কতৃপক্ষকে নালিশ জানিয়েছেন ক্যাপ্টেন কুল।

সুপার কিংস ক্যাপ্টন বলেন, ‘দল ভালো পারফর্ম করায় আমি খুশি৷ কিন্তু আমরা এর থেকে ভালো পিচ চাই৷ কেউ এই ধরনের পিচ চাই না৷ পিচ ও আবহাওয়া কোনটাতেই সুবিধা পাচ্ছি না৷ প্রচণ্ড গরমে কিউরেটররা ভালো পিচ তৈরির চেষ্টা করছে৷ কিন্তু দিনের শেষে আমরা তা থেকে সাহায্য পাচ্ছি না৷’

ছ’ম্যাচে পাঁচটি জিতে জয়পুর উড়ে গিয়েছে টিম ধোনি৷ বৃহস্পতিবার গোলাপি শহরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে সুপার কিংস৷

Bootstrap Image Preview