Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরাট কোহলির লজ্জার রেকর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৪ PM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:৪৪ PM

bdmorning Image Preview


চলতি আইপিএলে টানা পঞ্চম ম্যাচ হেরে গেল আরসিবি। এতেই অধিনায়ক বিরাট কোহলিই আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়েছেন।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাট করে ২০৫ রানের বড় স্কোর গড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।তবে ১৩ বলে রাসের ৪৮ রানের তাণ্ডবে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় কলকাতার। ফলে লজ্জার রেকর্ডকে নিজের নাম লেখান কোহলি।

দ্বাদশ আসর শুরুর আগে আইপিএলে ৮৪ ম্যাচের হার নিয়ে সর্বাধিক পরাজায়ের রেকর্ডটা দখলে ছিল বর্তমানে কলকাতা নাইট রাইডার্সে খেলা রবিন উথাপ্পার দখলে। অন্যদিকে  ৮১ হার দিয়ে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে আসর শুরু করেছিলেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

শুক্রবারের ম্যাচের আগপর্যন্ত ৩ ম্যাচ খেলে ১টিতে হেরেছিল কলকাতা। ফলে উথাপ্পার পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ৮৫তে। অন্যদিকে টানা ৪ ম্যাচ হারায় কোহলিও চলে আসেন উথাপ্পার সমান্তরালে। তাই শুক্রবারের ম্যাচটি কলকাতা হারলে উথাপ্পার পরাজয়ই হয়ে যেত ৮৬টি, রেকর্ডের হাত থেকে বাঁচতেন কোহলি।

আইপিএলে সর্বোচ্চ পরাজয়ের সাক্ষী যারা

১. বিরাট কোহলি- ১৬৮ ম্যাচে ৮৬ হার
২. রবিন উথাপ্পা- ১৬৯ ম্যাচে ৮৫ হার
৩. রোহিত শর্মা- ১৭৭ ম্যাচে ৮১ হার 
৪. দীনেশ কার্তিক- ১৭২ ম্যাচে ৭৯ হার
৫. এবি ডি ভিলিয়ার্স- ১৪৬ ম্যাচে ৭৫ হার
অমিত মিশ্র- ১৩৮ ম্যাচে ৭৫ হার

Bootstrap Image Preview