Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যত বেশি সম্ভব ছয় মারাই আমার লক্ষ্য থাকে: রাসেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:২৯ PM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৩:২৯ PM

bdmorning Image Preview


শুক্রবার ব্যাট হাতে ১৩ বলে ৪৮ রানের এক টর্নেডো ইনিংস খেলে কলকাতাকে আসরে তৃতীয় জয় এনে দিয়েছেন আন্দ্রে রাসেল। আসরে কলকাতার পাওয়া অন্য দুটি জয়েও ছিল রাসেলের বড় অবদান। এই তিনটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে।

ম্যাচসেরার পুরষ্কার গ্রহণ করে রাসেল বলেন, ‘আমার মনে হয়, আমার কাছে বিশ্বের কোনো মাঠই যথেষ্ট বড় নয়। আমি আমার ক্ষমতায় বিশ্বাস করি। হাত এবং চোখের যোগসাজশ এখানে বড় ফ্যাক্টর। বিশেষ করে লো ফুলটস ডেলিভারিগুলোতে। কারণ লো ফুলটসে বড় শট খেলা কঠিন। আমি চেষ্টা করি হাত খুলে খেলার। আমি হয়তো বোঝাতে পারবো না, তবে মাঠে প্রত্যক্ষভাবে দেখিয়েই দিতে পারি (হাসি)।’

শুক্রবার ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে রাসেল আরো বলেন, '‌মাঠে নেমে যত বেশি সম্ভব ছয় মারাই আমার লক্ষ্য থাকে। কারণ যত বেশি ছয় মারব। তত দ্রুত লক্ষ্যের কাছে পৌঁছাতে পারব। দীনেশকে বলেছিলাম। একবার পেসারদের আসতে দাও। কারণ চাপের মুখে পেসাররা লেংথ হারাবেই। যা কাজে লাগাব। বাঙ্গালোরের মাঠটা বেশ ছোটো।'‌ এরপরই রাসেলের সংযোজন, '‌আইপিএল শুরুর আগে এদিকেই নজর রেখে অনুশীলন করেছিলাম। ইডেনে অনুশীলনেও প্রথম বল থেকে ছয় মারার চেষ্টা করে গেছি। জানতাম, আমি যখন ব্যাট করতে যাব। বল থাকবে কম। রান করতে হবে বেশি।

শুক্রবার রাতে আমি একবারও স্কোরবোর্ডের দিকে তাকাইনি। শুধু জিততে হলে কত রান প্রয়োজন। সেটাই মাথায় রেখে গেছি। ওইমুহূর্তে ছয় মেরে আস্কিং রেট কমানোই ছিল লক্ষ্য। সে কাজে আমি সফল। কেকেআর ভক্তরা খুশি। আমিও আনন্দ পেয়েছি।'‌ ‌

Bootstrap Image Preview