Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাথমিক দল ঘোষণা করল আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১২:৫০ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প করবে আফগানিস্তান ক্রিকেট দল। এই প্রস্তুতি ক্যাম্পের জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘেষাণা করল টেস্ট ক্রিকেটের নবাগত সদস্য দেশটি। সাম্প্রতিক সময়ের আফগান দলের সাথে খুব বেশি পরিবর্তন নেই ২৩ সদস্যের এই প্রাথমিক দলে।

তবে এদিন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে সবচেয়ে বড় চমকটি ছিল ওয়ানডে ফরম্যাটে নেতৃত্বে পরিববর্তন আনার বিষয়টি। গেল চার বছরে আফগান ক্রিকেট সবচেয় বেশি সাফল্য পাওয়া আসগর আফগানকে সরিয়ে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে গুলবাদিন নাইবকে।

২০১৫ মোহম্মদ নবির পরিবর্তে অধিনায়ক হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন আজগার আফগান। এরপর আজগারের অধিনায়কত্বে ৩৩টি ওয়ান-ডে জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। তার মধ্যে ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ফাইনালে ক্যারিবিয়ানদের হারিয়ে আফগানদের জয় স্মরণীয় হয়ে থাকবে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আসঘারের অধিনায়কত্বে ৪৬টি ম্যাচের মধ্যে ৩৭টিতেই জয় পেয়েছে এশীয় শক্তিটি।

আগামী ১জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে আফগানরা। এরপর বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে গা-ঘামাবে গুলবাদিনের দল।

দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প চলাকালীন ছয়টি প্রস্তুতি ম্যাচও খেলবে আফগানরা। এরপরে তারা ফিরে যাবেন নিজ দেশে। কাবুলে ঘোষণা করা হবে বিশ্বকাপের জন্য তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল।

২৩ সদস্যের আফগানিস্তান দল:

গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান (সহ অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নুর আলি জাদরান, আসগর আফগান, হযরতউল্লাহ জাজাই, উসমান গণি, হাসমতউল্লাহ শহিদি, রহমত শাহ, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবউল্লাহ জাদরান, দারউইশ রসুলি, মুজিব উর রহমান, শফিকুল্লাহ শাফাক, দৌলত জাদরান, আফতাব আলম, শাপুর জাদরান, হামিদ হাসান, করিম জানাত, কাইস আহমেদ, শরাফউদ্দিন আশরাফ, সৈয়দ শিরজাদ।

Bootstrap Image Preview