Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিচ কিউরেটরের উপর চটেছেন পন্টিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১১:৪১ AM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:৪২ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে বৃহস্পতিবারই হায়দ্রাবাদের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটাল। চলতি আসরে পাঁচ ম্যাচে এটি ছিল দিল্লির তৃতীয় হার। আর এই হার মেনে নিতে পারেননি দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। তাঁর পুরো রাগটাই গিয়ে পড়েছে কোটলার পিচ কিউরেটরের উপর। তিনি বলেন, এটা দিল্লির সব থেকে খারাপ পিচ। যা হোম টিমে থেকে বেশি প্রতিপক্ষের কাজে লাগে।

ম্যাচ শেষে পন্টিং বলেন, ‘‘এই উইকেট দেখে আমরা অবাক। ম্যাচের আগে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলছিলাম। তাদের বক্তব্য ছিল এটা সেরা পিচ। কিন্তু পরে দেখা গেল সেটা সব থেকে খারাপ। সবাই দেখেছে এখানে তেমনভাবে বাউন্স ছিল না এবং খুব মন্থর ছিল।''

এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আমার মনে হয় ওদের বোলাররা এই পরিস্থিতির সঙ্গে দারুণ মানিয়ে নিয়েছিল। এরকম পরিস্থিতিতে ওদের দলে খুব ভাল বোলার রয়েছে যাঁরা মন্থর বল করে। আমরা জানি, আমাদের শুরুটা ভাল করা উচিৎ ছিল কিন্তু সেটা হয়নি। আমাদের আরও কিছু কাজ করতে হবে। এটা আমাদের হোম গ্রাউন্ড সেখানে প্রতিপক্ষের থেকে আমাদের ভাল খেলা উচিৎ। আমাদের অবশ্যই আরও উন্নতি করতে হবে।''

তাঁর মতে, এরকমই যদি পিচ থেকে যায় তা হলে টিম ম্যানেজমেন্টকে দল নিয়ে নতুন করে ভাবতে হবে। বলেন, ‘‘যদি উইকেট এমনই থেকে যায় তা হলে টিম নির্বাচন নিয়ে আমাদের আবার ভাবতে হবে। হয়তো আমাদের বোলাররা এই পিচের জন্য যথেষ্ট কাযর্যকরী নয়। এটা সেই উইকেট নয় যেমনটা আমরা ভেবেছিলাম। তেমনটাও নয় যেমন গ্রাউন্ডসম্যানরা বলেছিল।''

Bootstrap Image Preview