Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চেন্নাই শিবিরে বড় দুঃসংবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১১:২৪ AM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:২৪ AM

bdmorning Image Preview


কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস শিবিরে ধাক্কা।  হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দুই সপ্তাহ খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি এ কথা জানিয়েছেন।

শনিবার কিংস ইলেভেনের বিরুদ্ধে খেলবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন ত্রিনিদাদের ক্রিকেটার ব্র্যাভো। ওই ম্যাচে হেরে গিয়েছিল চেন্নাই সুপার কিংস।

হাসি বলেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন ব্র্যাভো। সেরে উঠতে দুই সপ্তাহ সময় লাগবে। এটা একটা দলের পক্ষে বড় ধাক্কা। কারণ, ব্র্যাভো দলে ভারসাম্য এনে দিয়েছিল আর তিনি খুবই ভালো প্লেয়ার। তাই দলকে অল্পবিস্তর ঢেলে সাজাতে হবে। ব্র্যাভো না থাকলেও চেন্নাই শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন হাসি।

ব্র্যাভোর জায়গায় কে  আসবেন, তা নিয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কোচ। তিনি এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের ক্রিকেটার স্কট কুগেলেজিনের কথাও বলেছেন।

হাসি বলেছেন, অধিনায়ক ধোনি ও হেড কোচ স্টিফেন ফ্লেমিং স্কটের কথা বিবেচনা করবেন এবং ডেথ ওভারে তাঁর বোলিং দক্ষতার দিকটি পর্যালোচনা করবেন।

Bootstrap Image Preview