Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়ানডে অধিনায়ক পরিবর্তন, রশিদ-নবীর সামালোচনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ১০:৩৩ AM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ১১:২৮ AM

bdmorning Image Preview


ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে নতুন ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কত্বে পরিবর্তন আনাকে ভালো ভাবে নেয়নি দলের সিনিয়র ক্রিকেটারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে বোর্ডের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রশিদ খাও ও নবীরা। 

 

বিশ্বকাপের দুই মাস আগে তিন ফরম্যাটেই নতুন অধিনায়ক ঘোষণা করেছেন টেস্ট ক্রিকেটের নবাগত এই সদস্য দেশটি। আফগানিস্তান দলের নতুন অধিনাকত্ব পাওয়াদের মধ্যে রহমত শাহকে টেস্ট, গুলবাদিন নায়েবকে একদিন এবং রশিদকে টি ২০ দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বোর্ড।

২০১৫-তে অধিনায়ক হিসেবে নবির স্থলাভিষিক্ত হয়েছিলেন ৩১ বছরের আসগর। তাঁর নেতৃত্বে আফগানিস্তান দল আইসিসি-র পূর্ণ সদস্য হয়েছে এবং গতমাসে দেহরাদূনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় পেয়েছে দল।

তাঁরই নেতৃত্বে ২০১৮-তে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আইসিসি বিশ্বকাপ কোয়ালিফায়ারে জয়ী হয়েছিল আফগানিস্তান। আসগরের অধিনায়কত্বে বিভিন্ন ফর্ম্যাটে আফগানিস্তান ৫৯ ম্যাচে ৩৭ টিতে জয়ী হয়েছে।

বোর্ডের এই সিদ্ধান্তকে একেবারেই ভালোভাবে নেননি রশিদ ও নবি। তাঁরা বর্তমানে আইপিএলে খেলছেন।

রশিদের ট্যুইট, এই সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীন ও পক্ষপাতদুষ্ট। এরসঙ্গে সহমত নন । বিশ্বকাপে আসগরকেই অধিনায়ক রাখা উচিত। তাঁর অধিনায়কত্ব দলের সাফল্যের ক্ষেত্রে সহায়ক। বিশ্বকাপের আগে এ ধরনের সিদ্ধান্ত দলের মনোবলে আঘাত হানতে পারে।

নবীর ট্যুইট, বিশ্বকাপের আগে আসগরকে অধিনায়ক পদ থেকে সরানো একেবারেই সঠিক কাজ নয়।

Bootstrap Image Preview