Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাসেল টর্নেডোয় অসাধ্য সাধন করল কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০৯:২৩ AM আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০৯:২৩ AM

bdmorning Image Preview


আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলে পরপর পাঁচ ম্যাচে হার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রাসেলের ১৩ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে কলকাতা নাইট রাইডার্স পাঁচ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২০৬ রান ৫ উইকেট হারিয়ে তুলে নেয়।

এদিন আরসিবি টসে হেরে ব্যাট করতে যায়। দারুণ শুরু করেন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। পার্থিব ২৫ রান করে ফিরে গেলে টিমের হাল ধরেন কোহলি ও এবি ডিভিলিয়ার্স। কোহলি ৮৪ ও এবিডি ৬৩ করে ফিরে গেলে শেষদিকে মার্কাস স্টইনিস ২৮ রান করে দলকে পৌঁছে দেন ২০৫ রানের বিশাল স্কোরে। 

জবাবে ব্যাট করতে নেমে কলকাতা শুরুটা খারাপ করেনি। সুনীল নারিন ১০ রান করে ফিরে গেলেও ক্রিস লিন ৪৩ করেন। রবীন উথাপ্পা ৩৩, নীতীশ রানা ৩৭ ও অধিনায়ক দীনেশ কার্তিক ১৯ করে ফেরেন।

শেষদিকে ২৪ বলে প্রয়োজন ছিল ৬৬ রান। এ সময় অসাধ্য সাধন করেন রাসেল। ১৩ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংসে ৭টি ছয় মারেন রাসেল। ১৮তম ওভারে মার্কাস স্টইনিসের বলে ২৩ রান নেন রাসেল। পরে ১৯তম ওভারে টিম সাউদির বলে নেন ২৯ রান। ব্যস খেলা ওখানেই শেষ। শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১ রান। প্রথম বলেই ১ রান নিয়ে ম্যাচ জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এই নিয়ে চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতল দীনেশ কার্তিকের দল। 

Bootstrap Image Preview