Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আল আমিনের তাণ্ডবে ৫০ রানে গুটিয়ে গেল বিকেএসপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:০৭ PM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৫:০৭ PM

bdmorning Image Preview


চলতি ডিপিএলে নিজেকে যেন ফিরে পেলেন পেসার আল আমিন হোসেন। ফতুল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)-এর বিপক্ষে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। তাঁর এমন বোলিং তাণ্ডবে ১৭২ রানের বিরাট জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করার সিন্ধান্ত নেন প্রাইম ব্যাংকের ক্যাপ্টেন এনামুল হক বিজয়। ফতুল্লার উইকেটে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেননি বিজয় ও সালমান। 

২৪ রানে দুই উইকেট হারিয়ে দল যখন ব্যাটিং বিপর্যয়ে পড়ে তখন ব্যাটিংয়ে হাল ধরেন ভারতীয় ব্যাটসম্যান ঈশ্বরন। ১০৯ বলে খেলে ৯২ রান করেন তিনি। এরপর নাহিদুলের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২২২ রান করতে সক্ষম হয় প্রাইম ব্যাংক।

২২৩ রানের জয়ের লক্ষে ব্যাটিং করতে নেমে আল আমিনের বোলিং ঝড়ে যেন তছনছ হয়ে যায় বিকেএসপির ব্যাটিং লাইন। চার ওভারে মাত্র ১৭ রানে ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বিকেএসপি। 

এখানেই শেষ নয়, বল হাতে একের পর আক্রমণ চালিয়ে যেতে থাকেন আল আমিন। আট ওভার বোলিং করে তিন ওভার মেডিনসহ ২০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন। প্রথম সারির পাঁচ উইকেট হারিয়ে যেন মুখ তুবড়ে পড়ে শামীমরা। ২২ ওভার ৫০ রান করে গুটিয়ে যায় বিকেএসপি।

সময়টা ভালো যাচ্ছে না আল আমিনের বল হাতে তাঁর এমন পারফম্যান্স অনেক দিন দেখা যায় না। নিজের বর্তমান পারফম্যান্স নিয়ে  অনেক হতাশ এই ডান হাতি পেসার। এমন সময় বিকেএসপির বিপক্ষে এই পাঁচ উইকেট তাঁর জন্য কিছুটা হলেও স্বস্তি আনবে। 

Bootstrap Image Preview