Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলির মাইলফলের ম্যাচে বেঙ্গালুরুর প্রতিপক্ষ কলকাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


স্বস্তি আর অস্বস্তি। এই দুইয়ের আবহে শুক্র-রাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে নামছে দুই যুযুধান প্রতিপক্ষ। নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। নাইট শিবিরে স্বস্তি। কারণ কোটলায় কাঁধে চোট পাওয়া 'গেমচেঞ্জার' অান্দ্রে রাসেল পুরোপুরি ফিট। শুক্রবার বিরাট কোহলির দলের বিরুদ্ধে মাঠে নামতে তাঁর আর কোনও সমস্যা নেই। স্বাভাবিক স্বস্তি নাইট শিবিরে।

অস্বস্তি? পরপর ৪টি ম্যাচ হেরে যাওয়ায় এখনও এবারের আইপিএলে বিরাট কোহলি জয়ের মুখ দেখাতে পারেননি তাঁর দলকে। দলের সেরা এগারো খুঁজে বের করতেই যেন প্রাণ ওষ্ঠাগত রয়্যাল চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজমেন্টের। কিছুতেই কিছু করেও জয়ের মুখ দেখা যাচ্ছে না। পরাজয় আসতেই পারে। কিন্তু বিচ্ছিরিভাবে হেরে যাচ্ছেন কোহলিরা। সেটাই যাবতীয় উত্‍কণ্ঠার কারণ রয়্যাল চ্যালেঞ্জার্স শিবিরে। ক্যাপ্টেন কোহলি এবং কোচ গ্যারি কার্স্টেনের মাথাব্যথা সেজন্যই।

এমন পরিস্থিতিতেও নাইট শিবির সমীহ করতে বাধ্য কোহলির দলকে। কারণ, যে দলে বিরাট কোহলি, এবি ডি'‌ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান থাকেন, সেই দল সাম্প্রতিক অতীতে যতই বাজে খেলুক না কেন, সমীহ করতেই হয়।

চিন্নাস্বামীর মাঠে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচটিতে আর মাত্র ১৭ রান করলেই ঘরোয়া ও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। 

কলকাতার সম্ভাব্য একাদশ দীনেশ কার্তিক, ক্রিস লিন, নীতীশ রানা, রবীন উথাপ্পা, সুনীল নারিন, দীনেশ কার্তিক, শুভমান গিল, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, লকি ফার্গুসন। 

ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ বিরাট কোহলি, পার্থিব প্যাটেল, এবি ডিভিলিয়ার্স, মইন আলি, মনদীপ সিং, কলিন ডি গ্র্যান্ডহোম, সরফরাজ খান, উমেশ যাদব, টিম সাউদি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

Bootstrap Image Preview