Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে যা বললেন বিসিবি চিকিৎসক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৫৫ PM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৫৫ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের সময় কাঁধে চোট পান টাইগার দলের অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ। সেই চোট নিয়েই দেশে ফেরেন তিনি। যা এখনো তাকে ভোগাচ্ছে। 

এই  ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের, অনেকটা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের ইনজুরির মতন। এমন ইনজুরি থেকে শতভাগ সুস্থ হয় ফিরতে অপারেশন আবশ্যক। তবে সামনে বিশ্বকাপ থাকায় অপরেশনের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে।
 

ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে পারবেন কি না সেই প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 
মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কী না এটা অনেক পরের কথা। কেননা বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দিন বাকি।তার আমাদের আগে ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কী না। তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এর মধ্যে সে ব্যাটিংও করতে পারবে না।’

‘ওর রিপোর্ট আমরা গতকালই হাতে পেয়েছি। কিন্তু এখনো সেটা নিয়ে বসতে পারিনি। খুব শিগগিরই বসবো। ওর বিশ্রাম শেষে আমরা সার্বিক অবস্থা দেখবো। তারপর টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে আমাদের মিটিং হবে। এরপর সিদ্ধান্ত যা দেয়ার নির্বাচকরাই দেবে।’

‘এরকম ইনজুরি নিয়ে অনেকেই ক্রিকেট খেলছে। দেখা যাক কী হয়।’

Bootstrap Image Preview