Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লাহর ইনজুরি নিয়ে বিসিবির দোটানা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৩৯ PM

bdmorning Image Preview


গতমাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় একাধিকবার মাঠে ডাইভ দেওয়াতে কাঁধে চোট পান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সেই জন্য    তাকে  দুই সপ্তাহ বিশ্রাম দিয়েছে বিসিবি। এর মধ্যে রিয়াদের পুনর্বাসন পরিকল্পনা সাজাবে ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ। 

মাহমদুল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের, অনেকটা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের ইনজুরির মতন। এমন ইনজুরি থেকে শতভাগ সুস্থ হয় ফিরতে অপারেশন আবশ্যক। তবে সামনে বিশ্বকাপ থাকায় অপরেশনের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। 

‘এরকম ইনজুরি নিয়ে অনেকেই ক্রিকেট খেলছে। দেখা যাক কী হয়,’ বলেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

এই ইনজুরি নিয়ে রিয়াদ  আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে খেলতে পারবেন কি না  সেটি নিয়ে অবশ্য চিন্তিত নন বিসিবি চিকিৎসক, আয়ারল্যান্ড সিরিজের আগে রিয়াদকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন। ‘মাহমুদউল্লাহ বিশ্বকাপ খেলতে পারবে কী না এটা অনেক পরের কথা। 

'কেননা বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক দিন বাকি। তার আমাদের আগে ভাবা উচিত সে আয়ারল্যান্ড সিরিজটি খেলতে পারবে কী না। তবে সেটা এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দিয়েছি। এর মধ্যে সে ব্যাটিংও করতে পারবে না।’

 

Bootstrap Image Preview