Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে দুই রয়্যালের প্রথম জয়ের লড়াই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৩:৪০ PM আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৩:৪০ PM

bdmorning Image Preview


মঙ্গলবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে আইপিএল ২০১৯-এর ১৪তম ম্যাচে রাজস্থান রয়্যালস-এর মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে।

চলতি আইপিএল আসরে দুটি দলই তিনটি করে ম্যাচ খেলে ফেললেও এখনো একটিও জয় পায়নি। রাজস্থান রয়্যালস তিনটি ম্যাচে হারলেও, তারা খারাপ খেলেছে বলা যাবে না। সাঞ্জু স্যামসন, জয় বাটলার, রাহানে, বেন স্টোকস, রাহল ত্রিপাঠী সকলেই রান পেয়েছেন। বোলিং বিভাগে আছেন জোফ্রা আর্চার। তবে এখনো শেষের ব্যাটিংয়ে ভুগছে তারা। তাই ঘরের মাঠে ব্যাটিং লাইনআপের শক্তি বাড়াতে অজি অলরাউন্ডার অ্যাশটন টার্নারকে প্রথম একাদশে খেলানো হতে পারে। এছাড়া, বোলিং-এ ধবল কুলকার্নি বা জয়দেব উনাদকাটকে বাইরে বসতে হতে পারে।

অন্যদিকে বিরাট কোহলির দলের বোলিং-ব্যাটিং কিছুই ঠিকঠাক চলছে না। এর মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে কোহলির অধিনায়কত্ব নিয়ে। তাই আজ একটি জয় নিয়ে পরিস্থিতে নিজেদের আয়ত্বে নিতে চাইবে। তাই আজ অজি ক্রিকেটার অলরাউন্ডার মার্কাস স্টইনিস এবং জোরে বোলার নাথান কুল্টার-নাইলকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারে কলিন ডি গ্র্যান্ডহোম এবং মইন আলির উপর। 

আইপিএল ইতিহাসে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে রায়স্থান। শেষ ১৯ বারের লড়াইয়ে ৯ ম্যাচ ম্যাচ জিতেছে তারা। অন্যদিকে ৮টি ম্যাচে জয় পেয়েছিল কোহলির বেঙ্গালুরু। 

সম্ভাব্য প্রথম একাদশ 

রাজস্থান রয়্যালস: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার, সাঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠী, বেন স্টোকস, স্টিভ স্মিথ, কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, ধবল কুলকার্নি / বরুন অ্যারন, জয়দেব উনাদকাট / বরুন অ্যারন। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: পার্থিব প্যাটেল, শিমরন হেটমায়ার, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, মইন আলি / মার্কাস স্টইনিস, শিবম দুবে / ওয়াশিংটন সুন্দর, কলিন ডি গ্র্যান্ডহোম / নাথান কুল্টার-নাইল, প্রয়াস রায় বর্মন, উমেশ যাদব, মোহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

Bootstrap Image Preview