Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নামছে হায়দ্রাবাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০২:৩৬ PM আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


আইপিএল দ্বাদশ আসরে আজ থাকছে দুইটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মাঠে নামছে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের প্রতিপক্ষ কোহলির দল রয়েল চ্যালেঞ্চার বেঙ্গালুরু। হায়দ্রাবাদের ঘরের মাটিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪.৩০ মিনিটে।

চলতি আসরে দুটি দলই আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে।  এর আগে প্রথম দুটি ম্যাচ থেকে একটি জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালকে হারিয়ে আসরে প্রথম জয় পায়। অন্যদিকে দুটি ম্যাচে খেলে ফেললেও এখনো জয়ের মুখ দেখেনি কোহলির দল। শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শেষ বলে নো বল বিতর্কে ম্যাচ হারে তারা। তাই আজ দলটি চাইবে আসরে নিজেদের প্রথম জয় তুলে নিতে। 

হায়দ্রাবাদ দলের হয়ে ওয়ার্নার ভালো ফর্মে রয়েছেন। দুটি ম্যাচে বড় রান পেয়েছেন। এছাড়া বল হাতে শেষ ম্যাচে ২৪ রানে ১ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রশিদ খান। তবে এদিন দলে সুযোগ পেয়েছিলেন না সাকিব আল হাসান। আজও তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কারন উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না তারা। 

এদিকে বেঙ্গালুরু দলের হয়ে শেষ ম্যাচে রানের দেখা পেয়েছেন কোহলির ও ডি ভিলিয়ার্স। হায়দ্রাবাদের বিপক্ষে এই দুই ব্যাটসম্যান ভংকর রূপ ধারণ করতে পারেন। তবে বোলিং বিভাগে এদিন দলে নেওয়া হতে পারে কিউই জোরে বোলার টিম সাউদি-কে। সেই সঙ্গে নবদ্বীপ সাইনির বদলে দলে আসতে পারেন অলরাউন্ডার গুরকিরাত সিং।

পরিসংখ্যান বলছে এখন অবদি ১২ বার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ ও বেঙ্গালুরু।  যেখানে সাতটি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ আর বাকি পাঁচটি ম্যাচে জিতেছে কোহলির বেঙ্গালুরু।

Bootstrap Image Preview