Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুরো পাকিস্তান দলকে শাস্তি দিল আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১২:৩৪ PM আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য সাজা ভোগ করছে পুরো পাকিস্তান দল। অধিনায়ক ইমাদ ওয়াসিমকে ম্যাচ ফি’র ২০ ভাগ জরিমানা করা হয়েছে।

একাদশে থাকা পাকিস্তানের অন্যান্য ক্রিকেটারকে ম্যাচ ফি’র দশভাগ জরিমানা করা হয়েছে। আইসিসির রেফারী জেফ ক্রো পাকিস্তান দলকে এমন শাস্তি দিয়েছেন।

বল হাতে নির্ধারিত সময়ের পরে ইনিংস শেষ করেছে পাকিস্তান, এজন্যই শাস্তি ভোগ করতে হল পুরো দলকে। ম্যাচটিতে অবশ্য হেরেছে পাকিস্তান।

আবিদ আলী ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরির পরও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি তাঁরা। ম্যাচটিতে ছয় রানের ব্যবধানে হেরেছে দলটি। অজিদের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে আট উইকেট হারিয়ে ২৭১ রানে থামে পাকিস্তান।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে পাকিস্তান।  পাঁচ ম্যাচের সিরিজে চারটি হেরে হেয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মাঠে নামবে তারা। পঞ্চম ওয়ানডে হারলে ২০১০ সালের পর আবারও অজিদের কাছে ৫-০ ব্যবধানে সিরিজ হারবে তাঁরা।

Bootstrap Image Preview