Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলে গেইলের নতুন মাইলফলক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:৩১ AM আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


ইউনিভার্সাল বস ক্রিস গেইল আইপিএলে নতুন মাইলফলক স্পর্শ করলেন। শনিবার রাতে মুম্বাইয়ের বিপক্ষে ২৪ বলে ৪০ রানের দামি ইনিংস খেলেন। যেখানে চারটি ছয় ও তিনটি চার হাঁকিয়েছেন গেইল৷ যার সুবাদে আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০ ছক্কা হাঁকানোর ক্লাবে ঢুকে পড়লেন গেইল৷

মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের আগে আইপিএলে গেইলের ছক্কার সংখ্যা ছিল ২৯৮টি৷ অর্থাৎ দুই ছক্কা হাঁকালেই ৩০০ ছক্কা হাঁকানোর ক্লাবে ঢুকে পড়তেন গেইল৷ ম্যাচে এদিন চার ছক্কা হাঁকিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৩০০ ছক্কা হাঁকানোর ক্লাবে নাম লিখিয়ে নজির গড়লেন ক্যারিবিয়ন ক্রিকেটার৷ মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে আইপিএলে গেইলের ছক্কার সংখ্যা এখন ৩০২টি৷

আইপিএলের সর্বাধিক ছক্কা হাঁকানোর তালিকায় গেইলের ধারেকাছে নেই কেউ৷ গেইলের পর আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর দু’নম্বরে রয়েছেন প্রোটিয়া ক্রিকেটার এবি ডি’ভিলিয়ার্স৷ ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রির ছক্কার সংখ্যা ১৯২টি৷ আইপিএলে ১৮৭টি ছক্কা হাঁকিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ ১৮৬টি ছক্কা হাঁকিয়ে তালিকায় চারে সুরেশ রায়না ও ১৮৫ টি ছক্কা হাঁকিয়ে পাঁচে রয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স কাপ্তান রোহিত শর্মা৷ ১৭৮টি ছয় হাঁকিয়ে ছয় নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷

Bootstrap Image Preview