Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুপার ওভারে দিল্লিকে ম্যাচ জেতালেন রাবাদা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:২৩ AM আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:২৩ AM

bdmorning Image Preview


টানটান একটা ম্যাচ দেখল দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়াম। প্রথমে ব্যাট করে কলকাতা ১৮৫ রান করে। রান তাড়া করতে নেমে দিল্লি শেষ বলে ম্যাচ ড্র করে দেয়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে দিল্লি প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১০ রানে থামে। জবাবে ব্যাট করতে নেমে ৭-১-এ শেষ হয়ে যায় কলকাতা। ইয়র্করে দিনের শেষ নায়ক হয়ে ওঠেন রাবাডা। শুরুর নায়ক অবশ্যই পৃথ্বী শ। ৫৩ রানে ৯৯ রানের ইনিংস খেলে আউট হন তিনি। 

চোটের জন্য দিল্লির বিরুদ্ধে খেলতে পারলেন না কলকাতার ওপেনার সুনিল নারিন। তাঁর জায়গায়এ দিন ক্রিস লিনের সঙ্গে ওপেন করলেন নিখিল নায়েক। প্রথম ওভারে ১২ রান তুলে নেওয়ার পরে কলকাতার রানকে দ্বিতীয় ওভারে আটকে দেন লামিচানে। মাত্র একরান আসে তাঁর ওভারে। তার পরের ওভারেই ফিরিয়ে দেন নিখিল নায়েককে। মাত্র ৭ রান করে এলবিডব্লু আউট হন তিনি। পাঁচ ওভারে কলকাতা ৩০-১।

নিখিল নায়েকের পর ক্রিস লিন ২০, উথাপ্পা ১১ ও নীতিশ রানা ১ রানে করে ফিরে যান প্যাভেলিয়নে। ৯ ওভারের শেষে কলকাতা ৫৯-৪। ব্যাট করছেন দীনেশ কার্তিক ও সুবমান গিল। কিন্তু ভরসা দিতে পারেননি সুবমান গিল। মাত্র চার রান করে রান আউট হয়ে যান তিনি। দীনেশ কার্তিককে সঙ্গ দিতে নেমেছেন আন্দ্রে রাসেল।

১৪ ওভারে গিয়ে ১০০ রানের গণ্ডি পেরতে সক্ষম হল কলকাতা। আবার অসাধারণ আন্দ্রে রাসেল।বাউন্ডারি হাঁকিয়ে হাফ সেঞ্চুরি করে ফেললেন তিনি। ১৭ ওভারের শেষে কলকাতা ১৪৫-৫। ২৮ বলে ৬২ রান করে আউট হলেন আন্দ্রে রাসেল। দীনেশ কার্তিক করলেন ৩৬ বলে ৫০ রান‌। ২০ ওভার শেষে কলকাতা থামল ১৮৫-৮-এ। দিল্লিকে জিততে হলে করতে হবে ১৮৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হয়ে যান শিখর ধাওয়ান। ৮ বলে ১৬ রান করে চাওলার বলে রাসেলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পাঁচ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালস ৩৩-১। পৃথ্বী শ হাফ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে গেলেন। ফিরে পেলেন নিজের ফর্মও। ৪৩ রান করে আউট হলেন শ্রেয়াস আয়ার। ১২ ওভারে দিল্লি ১১৬-২।

১৫ ওভারে দিল্লি ক্যাপিটালস ১৪০-২। রান আর বল সমানে সমানেই নিয়ে এসেছিলেন পৃথ্বী শ। কিন্তু ঋষভ পন্থের জন্য তা বেড়ে যায়। এবং ১১ রান করে আউটও হয়ে যান তিনি। একাই লড়াই করেন পৃথ্বী শ। কিন্তু দুর্ভাগ্য ৫৫ বলে ৯৯ রান করে আউট হয়ে যান পৃথ্বী। ৬ বলে ৬ রান থেকে ম্যাচ যায় ৩ বলে ৩ রানে। ২ বলে ২ রান যখন দরকার তখন আউট হয়ে যান হনুমা বিহারি। শেষ বলে দিল্লির দরকার ছিল ১ রান। একরান নিয়ে ম্যাচ ড্র করে ফেলে দিল্লি। দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ইনগ্রাম।

সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারে দিল্লির হয়ে ব্যাট করতে নামলেন ঋষভ পান্থ ও শ্রেয়াস আয়ার। কলকাতার হয়ে বল করছেন প্রসীধ কৃষ্ণা। প্রথম বলে ১ রানের পর দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে আউট হয়ে যান শ্রেয়াস। তিন নম্বরে নামেন পৃথ্বী শ। তবে সুপার ওভারে ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। শেষ তিন বলে পান্ত ৫ রানের বেশি তুলতে পারেননি।

সুপার ওভারে দিল্লি ১০-১। কলকাতা হয়ে ওপেন করতে নামেন আন্দ্রে রাসেল ও  দীনেশ কার্তিক। দিল্লির হয়ে বল করতে আসেন রাবাডা। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান রাসেল। তৃতীয় বলে বোল্ড হয়ে যান রাসেল। তিন নম্বরে ব্যাট করতে আসেন রবি উথাপ্পা। এক বলে পাঁচ রান দরকার ছিল কলকাতার কিন্তু রানই নিতে পারেন কার্তিক। ম্যাচ জিতে নেয় দিল্লি। শুরুর নায়ক পৃথ্বী শ, শেষটা রাবাডার।

Bootstrap Image Preview