Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানকাড় আউট আইপিএলে প্রযোজ্য নয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৯ PM আপডেট: ২৭ মার্চ ২০১৯, ০৩:০৯ PM

bdmorning Image Preview


আইপিএলে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক অশ্বিনের মানকাড় আউট নিয়ে বিতর্ক চলছে। এই ইস্যুতে অশ্বিনকে নিয়ে ক্রিকেট বিশ্বে উঠেছে নিন্দার ঝড়। তবে এর মধ্যেও অশ্বিনের সমর্থন দিয়েছে সাঙ্গাকারা ও রাহুল দ্রাবিড়ের মতো ক্রিকেটাররা। 

সোমবার অশ্বিনের ঐ বিতর্কিত আউটের পর একই রাতে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা একটি ট্যুইটে জানিয়েছেন, আইপিএলে ব্যাটসম্যানদের মানকাড় আউট করার নিয়মটি প্রযোজ্য হবে না এটি তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিল।

সোমবার রাতেই সেই টুইটে শুক্লা লেখেন, "আমার মনে আছে, এক বৈঠকে যেখানে অধিনায়ক এবং ম্যাচের রেফারিদের সঙ্গে  চেয়ারম্যান হিসাবে আমিও উপস্থিত ছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যে যদি কোনও  ব্যাটসম্যান বোলারের বল করার আগে ক্রিজ ছেড়ে বেরিয়ে চলে যান তাহলে সৌজন্যের খাতিরে রান আউট করা হবে না।"

পাশাপাশি তিনি আরও বলেন, "যতদূর মনে পড়ছে কলকাতায় আইপিএল শুরুর আগে ওই বৈঠক হয়েছিল যেখানে ধোনি এবং বিরাট দুজনেই উপস্থিত ছিলেন।"

 

Bootstrap Image Preview