Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ ইডেনে কলকাতা-পাঞ্জাব মহারণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১২:২১ PM আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১২:২১ PM

bdmorning Image Preview


দ্বাদশ আইপিএলে আজ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইটরাইডার্স। ঘরের মাঠে আজ তাদের প্রতিপক্ষ কিংস ইলেভন পাঞ্জাব। আজ ইডেনে এই মহারণে কলকাতার বিরুদ্ধে পাঞ্জাবের প্রথম একাদশে দলে ফিরতে পারেন অ্যান্ড্রু টাই এবং ডেভিড মিলার। তবে আগের ম্যাচের দলই কলকাতা অপরিবর্তিত রাখতে পারে। দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮. ৩০।

দ্বাদশ আইপিএল-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে কেকেআর। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাবও। বুধবার দুটি দলই তার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে।

রবিবার আন্দ্রে রাসেলের ঝড়ে ইডেনে জয় ছিনিয়ে নিয়েছে দীনেশ কার্তিকের দল। হায়দরাবাদের বিরুদ্ধে কুলদীপ যাদব, সুনীল নারিনের পাশাপাশি ক্রিস লিন এবং অধিনায়ক দীনেশ কার্তিকের পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। তবে নীতিশ রানা, আন্দ্রে রাশেলের পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতে নেয় শাহরুখের দল।

অন্যদিকে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড়ের ইঙ্গিত দিয়েছেন পাঞ্জাবের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। বুধবার ইডেনে তাই গেইল বনাম রাসেল যুদ্ধের অপেক্ষা। আবার গেইলকে রুখতে স্বদেশীয় নারিনের অস্ত্রও তৈরি। আইপিএলের শততম ম্যাচে আজ নামছেন এই ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার।

এর আগে ২৩ বার আইপিএলে একে অপরের মুখোমুখি হয়েছে কলকাতা-পাঞ্জাব। যার মধ্যে ১৫ বার জিতেছে কলকাতা। আর ৮ বার জিতেছে হায়দরাবাদ। এবার আসা যাক ইডেনে দুই দলের পরিসংখ্যানে। এর আগে কলকাতার ডেরায় পঞ্জাব খেলেছে ১০টি ম্যাচ। যার মধ্যে সাতটি ম্যাচে জিতেছে কলকাতা। তবে ইডেনে নামার আগে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে কলকাতা ও পাঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ।

কলকাতার সম্ভাব্য একাদশ- দীনেশ কার্তিক (ক্যাপ্টেন), শুভমান গিল, আন্দ্রে রাশেল, পীয়ুষ চাওলা, লকি ফার্গুসন/কার্লোস ব্রেথওয়েট, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রিস লিন, সুনীল নারিন, নীতিশ রানা, রবিন উথাপ্পা।

পাঞ্জাবের সম্ভাব্য একাদশ- রবিচন্দ্রন অশ্বিন(ক্যাপ্টেন), ক্রিস গেইল, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান/ডেভিড মিলার, মনদীপ সিং, স্যাম কুরান/ অ্যান্ড্রু টাই, মোহম্মদ শামি, মুজিব-উর-রহমান, অঙ্কিত রাজপুত।

Bootstrap Image Preview