Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মানকাড় কাণ্ডে এবার আক্রমণের শিকার অশ্বিন পত্নী ও সন্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১১:৩০ AM আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১১:৩৪ AM

bdmorning Image Preview


রাজস্থান রয়্যালস ব্যাটসম্যান জোস বাটলারকে করা অশ্বিনের মানকাড আউট নিয়ে তোলপাড় ক্রিকেট বিশ্ব। সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ঘটে এই ঘটনা। যখন নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা জস বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ায় বল করার আগেই তাঁর দিকের উইকেটের বেল ফেলে তাঁকে আউট করে দেন অশ্বিন। তৃতীয় আম্পায়ার আউট দেন। যা নিয়ে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বে বিতর্ক তুঙ্গে। 

অশ্বিনের এই কান্ডে ক্রিকেট বিশ্বের অনেক তারকা ক্রিকেটারই নিন্দা করেছেন। সেই তালিকায় ছিলেন শেন ওয়ার্ন, কেভিন পিটারসনের মত প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটাররা। তবে এই ইস্যুতে অশ্বিনের পাশে দাঁড়িয়েছেন সঙ্গাকারার মত প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার কিংবা হর্ষ ভোগলের মতো ক্রিকেট লেখিয়েরাও।

অশ্বিনের এমন কান্ডে নেটদুনিয়ায় শুরু হয়েছে হইচই। প্রতি নিয়তই অশ্বিনের চলছে মুন্ডপাত। এবার সেই ধারাবহিকতায় নোটিজনদের আক্রমণের শিকার হলেন অশ্বিনের পত্নী ও তাদের সন্তান। 

অশ্বিনকে ‘প্রতারক’ হিসেবে সম্বোধন করে তাঁর স্ত্রীকে ‘প্রতারকের স্ত্রী’ বলে সম্বোধন করা হয় সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে। কেউ আবার পৃথীকে উদ্দেশ্য করে বলেন, ‘ঘটনাটা ভীষণই লজ্জার। বাটলারকে আউট করার জন্য খারাপ পন্থা অবলম্বন করেছেন অশ্বিন। এর ফল তাঁকে ভুগতে হবে।’

বাদ যায়নি অশ্বিনের মেয়েও। তাঁকে উদ্দেশ্য করে নেটিজেনরা লেখে, ‘তোমার বাবা একজন প্রতারক। তুমিও ভবিষ্যতে এমনই হবে।’ সবমিলিয়ে মানকাড রান আউটের ঘটনায় কুৎসিত সাইবার আক্রমণের শিকার হন অশ্বিনের স্ত্রী এবং কন্যাসন্তান। কিন্তু যে নিয়ম ক্রিকেটের অন্তর্ভুক্ত, সেই নিয়মের শরনাপন্ন হয়ে কীভাবে ক্রিকেটের স্পিরিট নষ্ট করলেন তিনি? ম্যাচের পর প্রশ্ন তোলেন অশ্বিন নিজেই।

Bootstrap Image Preview