Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধোনির কাছে সৌরভের পরাজয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০১৯, ১০:৩১ AM আপডেট: ২৭ মার্চ ২০১৯, ১০:৩১ AM

bdmorning Image Preview


আগের ম্যাচে মূল থিম ছিল সচিন বনাম সৌরভ। সেই ম্যাচে সৌরভ বাজিমাত করলেও, ধোনির বিরুদ্ধে আরও একবার আটকে গেলেন তিনি। সৌরভ বনাম ধোনির দ্বৈরথে ফের একবার বাজিমাত করলেন ধোনি। দিল্লির দেওয়া ১৪৮ রানের লক্ষ্য ২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ধোনির চেন্নাই।

এদিন জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানের মাথায় অম্বাতি রায়ডুকে হারায় চেন্নাই। রায়ডু ৫ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করে শেন ওয়াটসন ও সুরেশ রায়নার জুটি। ওয়াটসন আউট হওয়ার পর আসেন কেদার যাদব। দলের ৯৮ রানে তৃতীয় উইকেটের পতন হয় চেন্নাইয়ের। ১৬ বলে ৩০ রান করে আউট হন রায়না।

এরপর দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় মহেন্দ্র সিংহ ও কেদার যাদবের জুটি। জয়ের জন্য যখন দুই রান বাকি তখন রাবাডার বলে ২৭ রান করে আউট হয়ে যান কেদার। এর পর ব্র্যাভো চার মেরে দলের জয় নিশ্চিত করেন। দুই বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চেন্নাই। ধোনি ৩২ রানে অপরাজিত থাকেন।

এদিন ঘরের মাঠে টসে জেতে দিল্লি ক্যাপিটালস। তবে শেষ অবধি বড় রান তুলতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৪৭ রানে থামে শ্রেয়স আইয়ারের দল। সর্বোচ্চ ৫১ রান করেন শিখর ধাওয়ান। 

অন্য ওপেনার পৃথ্বী শ ১৬ বলে ২৪ রান করে চাহারের বলে ওয়াটসনকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। কিন্তু এ সময় তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

১৭.১ ওভারে ১২৭ রানে ছয় উইকেট হারিয়ে একটু হলেও চাপে হোম টিম। সামনে যখন ধোনির চেন্নাই তখন চিন্তাটা একটু বেশিই। ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস থামল ১৪৭-৬-এ। চেন্নাইয়ের হয়ে তিনটি উইকেট নিলেন ডোয়েন ব্র্যাভো। একটি করে উইকেট দীপক চাহার, রবীন্দ্র জাডেজা ও ইমরান তাহিরের।

Bootstrap Image Preview