Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আউট,নট আউট ঝগড়া মিটিয়ে দিলো আইসিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:২৮ PM আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৭:৩০ PM

bdmorning Image Preview


তর্ক-বিতর্ক আর ঝগড়া ছাড়া যেন পাড়ার ক্রিকেট জমে না। কিন্তু মাঝে মধ্যে এই ঝগড়া চরম পর্যায়ে পৌঁছিয়ে যায়। তখন সেটি থামানো কষ্ট  হয়ে পড়ে। তেমনি ক্রিকেটের একটি  বিতর্কিত আউট নিয়ে ঝগড়া বিবাদ শেষে উপায় না পেয়ে আইসিসির দ্বারস্থ হলো পাকিস্তানের খুদে ক্রিকেটাররা।

বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে উদ্দেশ্যে তাঁরা একটি ছবি টুইট করে। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনটি উইকেটের মিডল উইকেটটি পড়ে আছে মাটিতে। কিন্তু আশ্চর্যজনকভাবে বেল পড়েনি! দুটি বেল কোনো অদৃশ্য সংযোগে যেন যুক্ত হয়ে গেছে! এই নিয়েই সমস্যায় পড়েছিল ওই খুদেরা। তাই তারা দ্বারস্থ হয়েছিল আইসিসির।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা প্রথমে ছবিটি পোস্ট করে লিখে, 'বলুন তো এটা আউট নাকি নট আউট?' সোশ্যাল সাইট ইউজাররা নানারকম মন্তব্য করেন সেই টুইটে। তবে অধিকাংশের মতে এটি নট আউট। কারণ বেল পড়েনি। কিছু পরেই আইসিসি টুইট করে জানিয়ে দেয়, এটি আসলে আউট। আইসিসি রুল ২৯.১.১ অনুসারে কোনো উইকেট যদি ভূপতিত হয়, সে ক্ষেত্রে বেল অক্ষত থাকলেও ব্যাটসম্যান আউট হবে।

Bootstrap Image Preview