Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএল খেলতে যাচ্ছেন সাকিব,বিসিবির সতর্কবার্তা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৫:১৩ PM আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


আঙুলের চোটের কারণে নিউজিল্যান্ড সফরে দলের বাহিরে ছিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সেই চোট কাটিয়ে উঠেছেন। তাই ২৩ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল খেলতে তাঁর আর বাধা রইলো না। ইতোমধ্যে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিবকে আইপিএলের টিকিট দিলেও বিশ্বকাপ ও তার আগে আয়ারল্যান্ড সফর থাকায় সাকিবকে ইনজুরি ইস্যুতে সতর্ক করে দিয়েছে বিসিবি। 

এই প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেছেন,

'না আমরা এমন কিছু চিন্তা করি নি। ওর সাথে আলাপ করবো যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত সে নিজেরটা নিজে খুব ভালো বুঝে। সে নিজে খুবই সতর্ক আছে, এক মাস দেখলাম।

'আমরা তো ওর ইনজুরিতে কোনদিন খুশি হতে পারি না। এখন যেহেতু সে খেলছে... আমাদের মাথায় সবসময় থাকে সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। যতটুক পারে ঝুঁকি কম নিলে ওর জন্য ভালো হবে।'

উল্লেখ্য, আইপিএলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ২৪ মার্চ। কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অ্যাওয়ে মাঠে নামবে সাকিবরা। 

Bootstrap Image Preview